দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিশুটি লম্বায় ৩ ফুট ৫ ইঞ্চি কিন্তু তার ওজন শুনলে আপনাকে হতভম্ব হয়ে যেতে হবে শিশুটির ওজন ২০৩ পাঊন্ড। যা এই বয়সের একটি শিশুর ওজনের চেয়ে পাঁচগুণ বেশি। শিশুটির নাম সুমন খাতুন বিশ্বের অন্যতম মোটা শিশু। ভারতের পশ্চিমবঙ্গের এই শিশুটি সম্পর্কে আজ আমরা জানবো।
সুমন খাতুনের এক সপ্তাহের আহারের মধ্যে রয়েছে ১৪ কেজি চাল, ৮ কেজি আলু, ৮ কেজি মাছ এবং ১৮০টি কলা। তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে বাঙালি মিষ্টি, ক্রীমকেক। সুমন ম্রিয়মাণ কণ্ঠে তার সম্পর্কে বলেন, আমার সকল বন্ধুরা পাতলা কিন্তু আমি বেশ মোটা। আমার দাঁড়াতে, বসতে, ঘুমাতে, খেলতে এবং দৌড়াতে বেশ কষ্ট হয়। আমার বন্ধুরা খেলে আমি তাকিয়ে থাকি। শুমন খাতুনের পিতামাতা বলেন তারা একেবারেই কিছু করতে পারেন না তার এই অতিরিক্ত খাওয়া থামাতে। সুমন খাতুনের মা বেলি বিবি বলেন, আমি তার ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত। কিন্তু আমার অন্য শিশুরা বেশ স্বাভাবিক। তিনি আরো বলেন, এটি যন্ত্রণাদায়ক। সুমন খাতুনের মা বেলি বিবি স্থানীয় ডাক্তারদের সাহায্য চান তার এই শিশুর ওজন কমানোর জন্য।
বেলি বিবির এই সাহায্য সাড়া দিয়েছেন কয়েকজন ডাক্তার তারা বলছেন এটা সম্ভবত হাইপারথাইরয়েডিজম কিন্তু তারা এই বিষয়ে নিশ্চিত নন। তাই তারা বলছেন এই বিষয়ে বলতে হলে তাকে পরীক্ষা করতে হবে। ডাক্তাররা আরো সতর্ক করে বলেন, যদি তার এই রোগটি এখনি কমানো না যায় তবে তা হৃদজনিত রোগে রুপান্তর হতে পারে।
তথ্যসূত্রঃ ডেইলিমেইল
This post was last modified on জুন ২০, ২০২২ 4:19 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া কাহিনী স্টুডিও কোন রেগুলার প্রডাকশন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাজীদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করলো সৌদি আরব। এবার দেশটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভুল করে বিড়ালটির গায়ের উপর পা তুলে দেয় এক তরুণ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১১ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কথা মনের মধ্যে চেপে না রেখে, তা খোলাখুলিভাবে বলে দিলেও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আকর্ষণীয় অফার ঘোষণা করলো স্যামসাং। দুর্দান্ত এই…