দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রেমের বিয়ে কিংবা পারিবারিক বিয়ে হউক, সকল ক্ষেত্রেই বিয়ে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করে। আগে থেকে চেনা মানুষ কিংবা অচেনা মানুষের দুটি সম্পর্কের অনেক মিল অমিল থাকতেই পারে। কিন্তু এই মিল অমিলের মাত্রা যদি এতটাই হয়ে থাকে যে তা সহ্য করা কঠিন তবে সে সম্পর্কটুকু সমান্তরালে যাওয়া বেশ দুষ্কর হয়ে পড়বে। তাই বিয়ের আগে সকলেরই কিছু বিষয় জানা থাকা উচিত।
১. নাক ডাকার অভ্যাস
অনেক ছেলেরই নাক ডাকার অভ্যাস রয়েছে। প্রেম করার সময় এই বিষয়টি আপনার জানা থাকার কথা না। কিন্তু দাম্পত্য জীবনে এটি মারাত্মক প্রভাব ফেলতে পারে। সারাবিশ্বে এমন অনেক ঘটনা রয়েছে যে, নাকডাকার কারণে দাম্পত্য সম্পর্ক ছিন্ন হয়েছে। তাই দাম্পত্য জীবন শুরুর আগে আপনার সঙ্গীর সঙ্গে এই বিষয়ে খোলামেলা আলোচনা করুন। এই আলোচনাটুকু আপনার দাম্পত্য জীবনের জন্য সুখকর হবে।
২. পোশাক পরিচ্ছদ
আপনার চলাফেরায় হয়তো সাধারণ একটি ভাব রয়েছে অথচ আপনার সঙ্গী পছন্দ করেন একটু ফ্যাশেনেবল চলাফেরা। আপনার এই সাধারণ চলাফেরা আপনার সঙ্গীর চোখে ভালো নাও লাগতে পারে। তাই বিয়ের আগে আপনার চালচলন সম্পর্কে আপনার সঙ্গীকে জানান। কেননা বিয়ের পরে আপনার এই সাধারণ চলাচলটুকু তাকে বিব্রত করতে পারে। আপনার সঙ্গী আপনার সম্পর্কে আগে থেকে এই বিষয়ে জানা থাকলে তিনি বিষয়টি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।
৩. খাদ্যাভ্যাস
সম্পূর্ণ অপরিচিত দুজন মানুষের বন্ধনের ফলে তাদের খাদ্যাভ্যাসের অমিল থাকতেই পারে। কিন্তু অমিলের পরিমাণটুকু যদি বেশি হয়ে থাকে তবে তা দুশ্চিন্তার কারণই হয়ে দাঁড়াবে। মনে করা যাক আপনার সঙ্গী চাল বেশি সিদ্ধ খেতে পছন্দ করেন কিন্তু আপনি আরো কম সিদ্ধ ভাত খেতে ভালোবাসেন। প্রথম একদিন দুইদিন বিষয়টি আপনার কাছে তেমন সমস্যা মনে হবে না। কিন্তু নিয়মিত এভাবে হয়তো আপনাদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে। অনেক ক্ষেত্রে এটি চরম আকারে চলে যেতে পারে। তাই এই ছোটখাট বিষয়গুলো আপনাদের উভয়েরই জানা থাকা উচিত।
৪. জীবনের পরিকল্পনা
এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশের অধিকাংশ ক্ষেত্রে সংসারে সমস্যা দেখা দেয় এই বিষয়টির উপর নির্ভর করে। সংসার শুরুর পর আপনি চাচ্ছেন আপনার পরিবারকে সাথে নিয়ে থাকতে অথচ আপনার সঙ্গী চাচ্ছেন তিনি আলাদা থাকবেন। এই দোটানা থেকে শুরু হবে দাম্পত্য কলহ। পরিশেষে দেখা গেল দাম্পত্য জীবনের বিচ্ছেদ। এমনটি আমরা কেও কামনা করি না। তাই সংসার শুরুর আগে আপনার সঙ্গীর সাথে কথা বলুন। তাকে জানান আপনার ভবিষ্যত পরিকল্পনা।
This post was last modified on আগস্ট ১২, ২০১৪ 4:05 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…