দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় টিভি চ্যানেল প্রবেশে ন্যুনতম ২০ কোটি টাকা ফি আদায়ের সুপারিশ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় হতে তথ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে পাঠানো চিঠিতে তিনি এই সুপারিশ করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওই চিঠিতে ভারতের চ্যানেল বাংলাদেশে নিয়ন্ত্রণের জন্য দুটি প্রস্তাব করেন। সুপারিশের একটি হচ্ছে, ভারতীয় চ্যানেল বাংলাদেশে প্রবেশাধিকারের ক্ষেত্রে ন্যূনতম ২০ কোটি টাকার ফি আদায়। অপরটি হচ্ছে, বাংলাদেশে প্রচারিত ৪০টি চ্যানেলের পরে ভারতের টিভি চ্যানেল রাখার ব্যবস্থা নেওয়া।
চিঠিতে অর্থমন্ত্রী আরও বলেছেন, ভারতের টেলিভিশন বাংলাদেশে বিনা পয়সায় দেখা যায়। অথচ বাংলাদেশের টেলিভিশনের কোনো অনুষ্ঠান ভারতে দেখা যায় না। এ ব্যাপারে ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেও কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।
চিঠিতে অর্থমন্ত্রী এ বিষয়টি নিয়ে বলেছেন, ‘ভারত বলেছে, এ ব্যাপারে তাদের নাকি কিছু করার নেই। যেহেতু কেবল টিভি প্রদর্শন করার অধিকার শুধুমাত্র বেসরকারি খাতে রয়েছে।’ ভারতের টিভি চ্যানেলগুলো ক্রমানুসারে যাতে আগে না দেখা যায়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া উচিত বলে অর্থমন্ত্রী মনে করেন।
অর্থমন্ত্রীর সুপারিশের বিষয়ে জানতে চাইলে কেবল অপারেটর মালিকদের সংগঠনের (কোয়াব) সভাপতি আনোয়ার পারভেজ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ভারতে আমাদের দেশের চ্যানেল দেখা যায় না- এটা অবশ্যই একটি সমস্যা। তবে আমরাও চাই, এই সমস্যার সমাধান হওয়া উচিত। কিন্তু সেটা যেনো কিছুটা সহজ শর্তে হয়। সে বিষয়টি সরকারকে অবশ্যই ভেবে দেখতে হবে।’
This post was last modified on আগস্ট ১০, ২০১৪ 3:02 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিমানটি ওড়ার পূর্বেই এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১০ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই কথায় কথায় বলে থাকেন যে, দিনে একটা করে আপেল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের রাস্তায় এখন দেখা মিলবে নিরবচ্ছিন্ন ড্রাইভিং অভিজ্ঞতা, অসামান্য পারফরম্যান্স,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারাদেশে ৩টি স্তরে ইন্টারনেটের দাম কমানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান…