Categories: সাধারণ

কয়েকটি জেলায় বন্যা: তিস্তার পানি বিপদসীমার উপরে: হাজার হাজার মানুষ পানিবন্দি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। তিস্তার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই বন্যা দেখা দিয়েছে। যে কারণে তিস্তা নদীতে বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। যে কারণে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ব্যাপক এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সেখানে প্রায় ২৫ হাজার পরিবার পানিবন্দি। অপরদিকে নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে এসব এলাকার কয়েক হাজার হেক্টর আমন ধান ক্ষেত। শুক্রবার রাত থেকে তিস্তার পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ডিমলার ডালিয়া-তিস্তা ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়। গতকাল শনিবার রাত ৮টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।

গত দু’দিনের লাগাতার তিস্তার পানি বৃদ্ধির কারণে লালমনিরহাটে ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। লালমনিরহাটে ভুরুঙ্গামারী উপজেলাস্থ দুধকুমার নদের ভাঙ্গনে সোনাহাট রেলওয়ে সেতু হুমকির মুখে পতিত হয়েছে। যে কোন সময় রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

Related Post

অপরদিকে দেশব্যাপি ৩ দিনের টানা বৃষ্টিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে সিরাজগঞ্জের চৌহালী এবং এনায়েতপুরে অন্তত ১০ গ্রাম নতুন করে বন্যাকবলিত হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে এনায়েতপুরের প্রায় ২০ হাজার তাঁত পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে। সিলেটসহ অন্যান্য অঞ্চলেও অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়ছেন। বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে স্থানে বন্যা দেখা দিয়েছে। শনিবার দুপুরে সিলেটের কানাইঘাটে সুরমা নদী বিপদসীমার ১১ সেন্টিমিটার এবং সুনামগঞ্জে ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এদিকে পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রির দাম বৃদ্ধি পেয়েছে। কাঁচা তরিতরকারি বিশেষ করে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কাঁচা মরিচ রাজধানী ঢাকাতে দেড়শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বন্যার গতি বাড়তে থাকলে দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

This post was last modified on আগস্ট ১৭, ২০১৪ 10:58 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে