দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের ছবি বর্হিবিশ্বের দর্শকরা দেখবে এটি যেনো ভাবাই যায় না। হ্যা ঠিক তাই, ইউকে, ইউএসএ’র পর দেশের গণ্ডি পেরিয়ে যাওয়া ‘মোস্ট ওয়েলকাম ২’ এবার জাপানে প্রদর্শিত হবে বলে জানা গেছে।
সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে, অনন্ত জলিল প্রযোজিত পরিচালিত ও অভিনীত এই সময়ের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম-২’ এবার জাপানের টোকিওতে প্রদর্শিত হতে যাচ্ছে। এই চলচ্চিত্রটি গত ঈদুল ফিতরে বাংলাদেশসহ ইউকে, ইউএসএ-তে মুক্তি দেওয়া হয়।
এই চলচ্চিত্রটির কাহিনী, আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, সুদক্ষ অভিনয়সহ সব বিষয়ে সব শ্রেণীর দর্শকদের ভেতরে ইতিবাচক সাড়া জাগায়। এই চলচ্চিত্রটির সফলতার ধারাবাহিকতায় দেশের বাইরে প্রদর্শনেরও উদ্যোগ নেয় চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা। প্রযোজনা সংস্থা জানিয়েছে, এবারে জাপানে প্রদর্শিত হবে ‘মোস্ট ওয়েলকাম ২’ চলচ্চিত্রটি। আর এ কারণে চলচ্চিত্রের মূল পাত্র-পাত্রী অনন্ত-বর্ষা আজ জাপানের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানানো হয়েছে।
এদিকে ‘মোস্ট ওয়েলকাম ২’ এর সাফল্যে এর সঙ্গে সংশ্লিষ্টরাসহ দেশের সংস্কৃতিমনারাও খুশি। কারণ তারা মনে করেন, দেশের গণ্ডি পেরিয়ে ‘মোস্ট ওয়েলকাম ২’ বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শন হলে দেশের ভাবমুর্তি উজ্জ্বল হবে। বাঙালিদের তৈরি করা ছবি বিশ্ব দরবারে সমাদৃত হবে এটি আমাদের জন্য বড় প্রাপ্য।
This post was last modified on আগস্ট ১৮, ২০১৪ 10:48 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…