দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এলিয়েনের সন্ধানে বিজ্ঞানীরা মরিয়া, কেউ বলছে এলিয়েন আছে কেউ বলছে নেই। নাসা তো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এই এলিয়েনের পেছনে। এবার কিনা গুগল মুন থেকে নেওয়া তথ্য থেকেই দেখা যাচ্ছে এলিয়েনের উপস্থিতি আমাদের চাঁদেই!
চাঁদেই রয়েছে এলিয়েন এমন ভাষ্য Ufology ওয়েবসাইটের এক পাঠকের! তিনি গুগল মুন থেকে নেওয়া তথ্য থেকেই তার এমন দাবি তুলেছেন। UFOsightingsdaily.com এর পাঠক স্কট ওয়ারিং গুগল মুনের নানান তথ্য বিশ্লেষণ করে দেখতে পান, চাঁদে এলিয়েন আছে সেখানে এলিয়েনের বিশাল কলোনিও আছে। তিনি বিভিন্ন তথ্য থেকে খুঁজে পান একটি অদ্ভুত কাঠামো এবং এ নিয়ে ইউটিউবে একটি ভিডিও আপলোড করেন তিনি।
এলিয়েনের প্রতি মানুষের কৌতূহল অনেক আগের। মানুষ মনে করেন চাঁদে কিংবা সৌরজগতে এলিয়েন আছে। কিন্তু কেউই সেই এলিয়েন সম্প্রদায় এর কোন প্রমান কখনোই দিতে পারেনি। এদিকে স্কট ওয়ারিং গুগল মুনের নানান বিশ্লেষণ শেষে চাঁদে পাওয়া এই “ এলিয়েন বিল্ডিং” এর অবস্থান হিসেবে দিয়েছেন 19°43’02.81″ N 20°30’52.97” E।
ওয়ারিং বলেন,এখানে রয়েছে একটি বিশাল কাঠামো। এই কাঠামোটির পেছন দিকেই রয়েছে কমপক্ষে সাত-আটটি সমকোণ। আর এ কাঠামোর পাশে দিয়ে যে ছায়া দেখা যায় তা থেকে বোঝা যায় এর নিচে রয়েছে বেশ বড় একটি জায়গা, সেখানে থাকতে পারে এলিয়েন। কে বা কারা এই স্থাপনা চাঁদে বানাবে যদি সেখানে কারো অস্তিত্ব না থাকে? এদিকে কাঠামোটির চারপাশ ঘিরে থাকা দেওয়াল একে ধ্বসে পড়া থেকে রক্ষা করছে বলে তিনি মনে করেন। মানুষের পক্ষ থেকে তো আর চাঁদে এমন কাঠামো বানানো সম্ভব নয়। অতএব, এলিয়েনরাই সেখানে বসতি গড়েছে এটি ভিডিও দেখে নিশ্চিত বুঝা যাচ্ছে।
গুগল মুন কি? হ্যাঁ গুগোল স্ট্রিট ভিউ এবং গুগুল ম্যাপের মত গুগোল মুন হচ্ছে গুগলের এমন একটি অনুষঙ্গ যার মাধ্যমে চাঁদের বিভিন্ন ম্যাপ এবং চার্ট দেখা যায়। তবে এর সব তথ্যই বেশ কয়েক বছরের পুরনো। অনেক বিশ্লেষক বলছেন এই ম্যাপে দেখা যাওয়া অনেক কিছুই এখন চাঁদের সাথে মিল নেই। তবে মিল থাকুক না থাকুক আগের হলেও তো চাঁদে এই স্থাপনা ওই সময়েই ছিলো! তাহলে কি স্কট ওয়ারিং গুগল মুনের ভিডিও থেকে আন্দাজ করা যায় চাঁদে এলিয়েন আছে?
ইউটিউবে আপলোড করা এই ভিডিওটি দেখুন-
This post was last modified on আগস্ট ১৮, ২০১৪ 2:34 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা…