Categories: সাধারণ

অনুপ চেটিয়ার বিনিময়ে নূর হোসেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিকে ভারতের বিচ্ছিন্নতাবাদি সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া অপরদিকে চাঞ্চল্যকর নারায়ণগঞ্জের ৭ খুনের প্রধান আসামী নূর হোসেন। দুই দেশই চাই এদেরকে আইনের আওতায় আনতে। তাহলে কি শেষ পর্যন্ত অনুপ চেটিয়ার বিনিময়ে নূর হোসেনকে ফিরিয়ে আনা হবে?

ভারতের কোলকাতায় গ্রেফতারকৃত নারায়ণগঞ্জের ৭ খুনের আসামি নূর হোসেনের বিনিময়ে উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার। গতকাল এমন কলকাতার আনন্দবাজার পত্রিকা এই খবর দিয়েছে।

আনন্দবাজার পত্রিকা লিখেছে, ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই খবর জানিয়ে বলেছেন, এ বিষয়ে ইতিমধ্যেই দু’দেশের সরকারই বোঝাপড়ায় পৌঁছেছে। ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা নাকি শুক্রবার গাজীপুরের জেলে গিয়ে অনুপ চেটিয়ার সঙ্গে দেখাও করে এসেছেন। অনুপ চেটিয়া তাদের জানিয়েছেন, ‘আইনগত অসুবিধা না থাকলে ভারতে ফিরে যেতে তিনি রাজি।’ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা আরও জানিয়েছেন, ইতিমধ্যেই অনুপ চেটিয়াকে জেল থেকে মুক্ত করে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে।

Related Post

আনন্দবাজার পত্রিকা তার রিপোর্টে আরও বলেছে, ভারত সরকার তাদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করলে অনুপ চেটিয়াও তার সমর্থন করে দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেন। কিন্তু আইনগত কিছু জটিলতায় বাংলাদেশ অনুপ চেটিয়াকে হস্তান্তর করতে পারেনি। এরপর বন্দি প্রত্যর্পণ নিয়ে ভারত এবং বাংলাদেশ বেশ কিছু চুক্তিতে স্বাক্ষর করার পর অনুপ চেটিয়ার দেশে ফেরা তখন থেকেই শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

অপরদিকে চাঞ্চল্যকর নারায়ণগঞ্জের ৭ খুনের প্রধান আসামী নূর হোসেন কয়েক মাস আগে দমদম বিমানবন্দরের কাছে একটি আবাসন থেকে ধরা পড়ে। তাকে ফিরিয়ে আনার ব্যাপারে বর্তমান সরকার আগে থেকেই বলে আসছে। কিন্তু বাস্তবিকভাবে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। তবে অনুপ চেটিয়ার এই বিষয়টি উঠে আসায় এখন প্রায় নিশ্চিত হয়েছে অনুপ চেটিয়ার পরিবর্তে বাংলাদেশ পেতে যাচ্ছে ৭ খুনের প্রধান আসামী নূর হোসেনকে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বলেছে, নুর হোসেনকে দেশে ফেরানোর ক্ষেত্রে খুঁটিনাটি সকল বিষয় প্রায় চূড়ান্ত হয়েছে। ভারত সরকার খুব শীঘ্রই নূর হোসেনকে বাংলাদেশের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দিবেন।

উল্লেখ্য, রাজধানী ঢাকার মোহাম্মদপুরের একটি বাড়ি থেকে ১৯৯৭ সালে উলফার এই নেতা অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, জাল পাসপোর্ট এবং অস্ত্র রাখার ৩টি মামলায় তার ৭ বছর কারাদণ্ড হয়। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি অনুপ চেটিয়ার সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও তাকে নিরাপদ হেফাজতে (জেলে) রাখা হয়।

This post was last modified on আগস্ট ২৪, ২০১৪ 9:37 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কোমল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে যে ফেসপ্যাকে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে চামড়ায় টান ধরা নতুন কোনো বিষয় নয়। তবে সমস্যা…

% দিন আগে

পড়ে গেলেও ভাঙবে না এমন এক স্মার্টফোন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অসতর্কতাবশত: হাত থেকে পড়ে গেলেও ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার…

% দিন আগে

ওজন কমাতে তাড়াহুড়ো করলেই ঘটতে পারে বিপদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজন কমাতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়া করলেই…

% দিন আগে

এবার আইস্ক্রিনে আসছে শাকিবের ‘দরদ’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…

% দিন আগে

পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…

% দিন আগে

কিছুতেই ঘুম ভাঙছে না ‘অলস’ সন্তান! ছানাকে জাগিয়ে তুলতে অভিনব পন্থা নিলো মা-হাতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…

% দিন আগে