ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: নিয়মের পরিবর্তন: কিছু আসন বৃদ্ধি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এইচএসসি পরীক্ষার রেজাল্ট হওয়ার পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা চরমভাবে চিন্তিত। ভর্তির সুযোগ নিয়ে নানা শংকা তাদের মনে। তবে ভর্তির ক্ষেত্রে পছন্দের শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এমন এক পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়মের কিছু পরিবর্তন আনা হয়েছে।

মাত্র কয়েকটা দিন বাদেই ভর্তি পরীক্ষার মুখোমুখি হতে হবে বহু শিক্ষার্থীকে। প্রস্তুতিও চলছে। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচিও দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মের কিছু পরিবর্তন এনেছেন। যেহেতু ভর্তি চাপ অনেক তাই এসব নিয়মগুলো কার্যকর করার উদ্যোগ নিয়েছে কর্তৃৃপক্ষ।

Related Post

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০১৪-১৫ সেশনের ভর্তি শুরু হতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর হতে। প্রথমেই হবে ব্যবসায় অনুষদের অধীনের ‘গ’ ইউনিটের পরীক্ষা। ভর্তি পরীক্ষার লক্ষ্যে অনলাইনে শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এটি চলবে ৩১ আগস্ট দুপুর ২টা পর্যন্ত।

এবারের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। শিক্ষার্থীর জন্য নিয়মগুলো বিস্তারিত তুলে ধরা হল:

পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না

এবছর ডিজিটাল জালিয়াতি ঠেকাতে পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। গতবছর ভর্তি পরীক্ষা চলকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থী ডিজিটাল পদ্ধতিতে ক্যালটুলেটরে করে নকল করছিল। পরে তাদেরকে আটক করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘ক্যালকুলেটের সমাধান করতে হয় এমন জটিল প্রশ্ন পরীক্ষায় থাকছে না। যে কারণে ক্যালকুলেটর নিষিদ্ধ হলেও, তা ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ওপর কোনো প্রকার প্রভাব ফেলবে না।’

অ্যাডভান্স ইংলিশ

এ বছরই প্রথম ‘ঘ’ ইউনিটের মাধ্যমে যেসকল শিক্ষার্থী ইংলিশ বিভাগে পড়তে চান, তাদেরকে বাংলাদেশ বিষয়াবলীর পরিবর্তে অ্যাডভান্স ইংলিশের উত্তরপত্র দাগাতে বলা হয়েছে। বিগত বছরগুলোতে কোনো পরীক্ষায়ই শিক্ষার্থীকে অ্যাডভান্স ইংলিশের উত্তর করতে হয়নি।

নাম্বার হ্রাস করা হয়েছে

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শুধু মেধাতালিকায় প্রথম দিকে থাকলেই সবধরনের বিভাগে ভর্তি হওয়া যাবে না। এক্ষেত্রে বিভিন্ন বিভাগ পেতে হলেও শিক্ষার্থীদের পূরণ করতে বেশ কয়েকটি শর্ত। এগুলোর মধ্যে অন্যতম হলো, নাম্বারের শর্ত। গত বছর ভর্তি করানোর ক্ষেত্রে দেখা গেছে, অনেক শিক্ষার্থী মেধাতালিকায় প্রথম দিকে থাকার পরেও কোনো বিভাগে ভর্তির সুযোগ পায়নি।

আবার অপেক্ষমান তালিকা থেকেও অনেকেই ভর্তির সুযোগ পেয়েছেন। আইন বিভাগসহ বেশ কয়েকটি বিভাগে শিক্ষার্থীর আসল খালিও ছিল। তাই এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় নির্ধারিত ইংলিশ ও বাংলায় মার্কস প্রায় ২/১ করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে আইন কিংবা অন্যান্য বিষয় পেতে শিক্ষার্থীদের সুবিধা হবে।

আসন বৃদ্ধি করা হয়েছে

২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ৬ হাজার ৫৮২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। গত বছর এ সংখ্যা ছিল ৬ হাজার ৪৩৩ জন। এবছর ১৪৯টি আসন বেড়েছে। শুধুমাত্র ‘খ’ ইউনিটের আসন এবার কমানো হয়েছে। বাকি সব বিভাগগুলোতেই এই বছর আসন বাড়ানো হয়েছে। বিভাগগুলো হলো: বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদভুক্ত ‘ক’ ইউনিট। বিজনেস স্টাডিজ (ব্যবসায় শিক্ষা) – অনুষদভুক্ত ‘গ’ ইউনিট। সম্মিলিত ‘ঘ’ ইউনিট। চারুকলা অনুষদ (সব শাখা) ‘চ’ ইউনিট।

This post was last modified on আগস্ট ২৪, ২০১৪ 11:51 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পেটের সমস্যায় নিত্যদিন ভোগেন আপনার সন্তান: তার ডায়েটে কী রাখলে মুক্তি আসবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার সন্তান নিয়মিত গ্যাস ও অ্যাসিডিটিতে ভুগলে তার ডায়েটে জুড়ে…

% দিন আগে

বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ড

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে অনুমোদনের দীর্ঘ এক বছর পর বাংলাদেশের বাজারে এলো ‘রয়্যাল…

% দিন আগে

মূত্রনালির সংক্রমণ ভোগাচ্ছে? আপনার বাড়ির ফ্রিজই কী দায়ী?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার মূত্রনালির সংক্রমণ নিয়মিত হতে থাকলে চিন্তার কারণ বলতে হবে।…

% দিন আগে

‘মুন্না ভাই থ্রি’ আসছে শীঘ্রই

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিশ্চয়ই আমাদের মধ্যে অনেকেরই মনে আছে ‘মুন্না ভাই এমবিবিএস’ এর…

% দিন আগে

গাজায় আবারও স্কুলে ইসরায়েলের হামলায় নিহত ১০

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল…

% দিন আগে

এবার ভারতে চালু হচ্ছে উড়ন্ত টেক্সি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার জ্যামের ভোগান্তি কমাতে ভারতে আসছে এক উড়ন্ত ট্যাক্সি! সরলা…

% দিন আগে