এমন কিছু উদ্ভাবন যার জন্য উদ্ভাবকরা নিজের জীবন দিয়েছিলেন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বিজ্ঞান আর বিজ্ঞানী একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিজ্ঞানী ছাড়া আজকের এই বিজ্ঞান সম্পর্কে আমরা জানতেই পারতাম না। আমাদের চারপাশের এমন অনেক উদ্ভাবনই আছে যেগুলো প্রথমদিকে উদ্ভাবনের সময়ে তাদের উদ্ভাবক পরীক্ষা করতে গিয়ে নিজের জীবন হারিয়েছিলেন। আজ আমরা সেই সকল উদ্ভাবকদের কথা আমাদের পাঠকদের সামনে তাদের উদ্ভাবনসহ তুলে ধরবো।


১. ফ্রানজ রাইচ

ফ্রানজ রাইচ আজকের প্যারাসুটের পথপ্রদর্শক। তিনি ছিলেন একজন দর্জি। একদিন তিনি তার কিছু কাপড়কে সেলাই করে দাবি করলেন এটি দিয়ে তিনি আকাশে উড়তে পারবেন। তাই তিনি তার এই কাপড়ের তৈরি উড়ার যন্ত্রটি নিয়ে আইফেল টাওয়ার থেকে লাফ দিলেন। কিন্তু দুর্ভাগ্য তার উড়ার কাপড়টি কাজ করেনি এবং তিনি মারা যান। এরপর থেকে সারাবিশ্বের কাছে ফ্লাইং টেইলার হিসেবে পরিচিত।

২. ম্যাক্স ভাইলার

Related Post

ম্যাক্স হলেন আজকের বায়োফুয়েলের পথপ্রদর্শক। তিনিই প্রথম দেখিয়েছিলেন যে, অ্যালকোহল দিয়ে গাড়ি চালানো সম্ভব। তিনি নিজের উদ্ভাবিত একটি গাড়িকে রকেট স্পিডের গাড়ি বলে দাবি করেন। এরপর এর একটি প্রদর্শনীর আয়োজন করেন। কিন্তু সেই প্রদর্শনীতেই তার গাড়িটি বিস্ফোরিত হয় এবং তিনি মারা যান।

৩. লিলিয়েন্থেল

লিলিয়েন্থেলকে বলা হয় গ্লাইডার কিং। আজকের পৃথিবীতে আমরা যে গ্লাইডার দেখি তার প্রথম উদ্ভাবক হলেন তিনি। কিন্তু দুঃখের বিষয়টি হলো নিজের উদ্ভাবিত গ্লাইডার নিয়ে আকাশে উড়ার সময় দুর্ঘটনায় তিনি মারা যান।

৪. সিলভাস্টার এইচ রোপার

রোপার স্টিমচালিত বাইসাইকেলের উদ্ভাবক ছিলেন। এটিই আবার তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। স্টিমচালিত বাইসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।

৫. থমাস অ্যান্ড্রুস

টাইটানিকের কথা মনে আছে কি? এত বিশাল জাহাজ এটি কোনভাবেই ডোবা সম্ভব নয়। এমনটাই দাবি ছিল নির্মাতাদের। কিন্তু প্রথমযাত্রায় এটি দুর্ভাগ্য বরণ করে নিল। সেই জাহাজের প্রধান নির্মাতা হলেন থমাস অ্যান্ড্রুস। জাহাজের সাথে সাথে তিনিও দুর্ভাগ্যবরণ করেন।

৬. জেমস ফিক্স

আজকের দুনিয়ায় যে জগিং আর হাইকিং আমরা দেখে থাকি। সেই জগিং আর হাইকিং এর প্রদর্শক হলেন জেমস ফিক্স। কিন্তু মজার বিষয় হলো এই জগিং আর হাইকিং তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। হার্টের ফ্যাটাল ডিজিজে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

৭. হোরাস লসন হেনলি

সাবমেরিন উদ্ভাবনের প্রদর্শক এই উদ্ভাবক নিজের সাবমেরিন নিয়ে পানির তলদেশে পরীক্ষামূলক কাজ করতে গেলে পানির চাপে তা ধ্বংস হয়ে যায় এবং তিনি মারা যান।

৮. জন ফ্রান্সিস পিলাতার দি রোজিয়ার

জুলভার্নের দি মিস্টিরিয়াস আইল্যান্ডের কথা মনে আছে যেখানে একদল মানুষ আকাশে বেলুন দিয়ে উড়ে এসে একটি দ্বীপে আশ্রয় নেন। এমন একটি বেলুন তৈরি করে পুরো পৃথিবী পাড়ি দেওয়ার চিন্তা করেছিলেন ফ্রান্সিস পিলাতার। কিন্তু হায়, উড়ার মাঝেই তিনি মারা গিয়েছিলেন।

৯. হেনরি ফ্লসেস

ফ্লসেস মারা গিয়েছেন পিউর অক্সিজেনের অভাবে। ফ্লসেস এমন একটি যন্ত্র উদ্ভাবনের চেষ্টা করছিলেন যে, যেখানে অক্সিজেনহীন কোনস্থানে মানুষ তার এই যন্ত্রটি ব্যবহারের মাধ্যমে প্রশ্বাসের সাথে ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড থেকে আবার পুনরায় অক্সিজেন তৈরি করা যাবে।

তথ্যসূত্রঃ ভাইরালনোভা

This post was last modified on ফেব্রুয়ারী ২১, ২০১৭ 10:29 অপরাহ্ন

K. A. B Tohin

Recent Posts

পাকিস্তানিরা মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশে নিষিদ্ধ হতে পারেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে…

% দিন আগে

মায়ের লেজ ধরেই সারি বেঁধে ‘বনের রানি’র পিছু নিল সিংহশাবকরা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাফারি করতে বেরিয়ে মাঝজঙ্গলেই দাঁড়িয়ে পড়েছে পর্যটকদের কয়েকটি গাড়ি। কারণ…

% দিন আগে

নীল আকাশ ও পানি মিলে মিশে একাকার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ২৬ ফাল্গুন ১৪৩১…

% দিন আগে

ঝগড়া-অশান্তি নাকি ব্রেকআপ?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি বিষয় হচ্ছে ব্রেকআপ কখনওই ‘মিউচুয়াল’ হয় না। অর্থাৎ, দু’জনের…

% দিন আগে

অনার বাংলাদেশ আকর্ষণীয় ঈদ ক্যাম্পেইন নিয়ে এলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসন্ন ঈদুল ফিতরের আনন্দ উদযাপনকে আরও বহুগুণ বৃদ্ধি করতে এক…

% দিন আগে

ম্যাগনেশিয়াম অয়েল ঋতুস্রাবজনিত কষ্ট লাঘব করতে পারে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঋতুস্রাবজনিত ব্যথা-বেদনা-যন্ত্রণায় ভোগাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘ডিজ়মেনোরিয়া’ বলা হয়ে…

% দিন আগে