একজন নারীর সামনে কিভাবে নিজেকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবেন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ এই বিষয়টি নিয়ে বেশ বিতর্ক রয়েছে যে, ডেটিং বা প্রেমের প্রথম দেখার ক্ষেত্রে একটি পুরুষের বাইরের রূপ কিংবা লুকিংটি কতটা জরুরী। কেঊ কেঊ বলে থাকেন যে, কাউকে ভালবাসতে গিয়ে মানুষটাকে ভালবাসো বাইরের রূপটিকে নয়। তবুও এই ক্ষেত্রে তার দেখাশোনার বিষয়টিই প্রবলভাবে সামনে চলে আসে। আর বাস্তব ক্ষেত্রে একটি মেয়ে একজন পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে প্রথমেই তার বাইরের দিকটিই আগে দেখে থাকেন।


তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি নিজেকে একজন নারীর সামনে আরো বেশি আকর্ষনীয় করে তুলতে পারবেন। এই মতামতটি কার্যত আপনাকে আরো বেশি attractive করতে সাহায্য করবে কিন্তু গড়ে তুলতে পারবে না যদি না নিজেকে গড়ে তুলেন।

১। সঠিক পদ্ধতির গ্রুমিং অবলম্বন করাঃ

টাইটেল দেখে আপনি হয়তো ভাবতে পারেন এত সময় কোথায় যে নিজেকে আকর্ষনীয় করতে গ্রুমিং করবেন। একটু তো কষ্ট করতেই হবে কিন্তু গ্রুমিং মানেই যে সময় নষ্ট করে আলাদা প্রশিক্ষণ নেওয়া বিষয়টি তা নয়। সকালবেলা উঠে দাঁত ব্রাশ করলেন, মুখ ফ্লস করলেন ঘুমোতে যাওয়ার আগে, বাইরে বের হওয়ার সময় মুখে দিয়ে নিলেন মাউথ ওয়াশ আর ভালোমানের একটি পারফিউম বা ডিওডোরেন্ট। পোশাকটি বাছাইয়ের ক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করুন। অর্থাৎ রঙের দিকটি খেয়াল রাখুন। নিজের বাচনভঙ্গির দিকে খেয়াল রাখুন। গ্রুমিং আপনার ব্যস্ততার মাঝেই করা যায়। একটি বিষয় সর্বদাই মাথায় রাখুন যে, আপনার ভেতরের দিকটি কেঊ দেখতে পাবে না কিন্তু তিনি বুঝতে পারবেন আপনার বাইরের দিকটি থেকে আসলে আপনি কেমন।

আরো জানতে পড়ুনঃ মুখে ও নাকে ব্ল্যাকহেড দূর করার সাধারণ ঘরোয়া উপায়

Related Post

২। চমৎকার একটি হেয়ার স্টাইলঃ

আজকের দিনে একটি সবচেয়ে গুরুত্ত্বপুর্ন বিষয় নিজেকে আকর্ষনীয় করে তোলার ক্ষেত্রে। আগেই বলেছি আকর্ষনীয়তার ক্ষেত্রে আপনার বাইরের লুকটি প্রথম আসবে। আর সেই ক্ষেত্রে নজরে আসবে আপনার হেয়ার স্টাইল। আমরা সেই ৮০ দশকের পাঙ্ক যুগ পাড়ি দিয়ে চলে এসেছি তাই তখনকার মতো আপনি যদি এলোখেলো চুল তৈরি করার মাধ্যমে কাঊকে আকর্ষণ করার চেষ্টা করেন তবে তা ভুলই হবে। হেয়ার স্টাইলের ক্ষেত্রে রুচিশীলতা বজায় রাখার চেষ্টা করুন। আপনি যদি জাপানীজ মিমো নারীদের কথা চিন্তা করে তাদের মতো হেয়ার কাট নেওয়ার চিন্তা করে থাকেন তবে আমি বলবো আপনি ভুল করবেন। আমাদের দেশের নারীরা অনেক বেশি সেনসিটিভ। রুচিশীলতা বাঙালি সংস্কৃতির একটি অংশ। ফলে নারীদের মানসিকতা ঠিক এমনভাবেই গড়ে উঠেছে। কিছু কিছু ক্ষেত্রে এর ভিন্নতা থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা রুচিশীল মার্জিত পুরুষদেরই পছন্দ করে থাকেন।

৩। আপনার পোষাকটি অবশ্যই ফিট হতে হবেঃ

আপনার পোশাকের কারণে আপনার লুকটি যেন হাস্যকর না হয়ে উঠে সেদিকে খেয়াল রাখুন। নিজের বডির সাথে ভালভাবে ফিট হয় এমন পোষাক পরিধান করুন। আপনার স্বাস্থ্য যদি শুকনো হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে কেনা পোশাকের চেয়ে বানানো পোষাকের দিকে বেশি নজর দিন। পোশাক বানানোর সময় কিছু বিষয় লক্ষ্য রাখুন।

[ক] আপনার শার্টের শোল্ডারটি যেন একেবারে আপনার কাঁধের সাথে সামঞ্জস্য হয়ে থাকে সেদিকে খেয়াল রাখুন। শার্টের হাতা একেবারে হাতের মাপে করুন।

[খ] শার্টের কলারের দিকে নজর দিন। এটি যেন শক্ত না হয়ে থাকে। এটি বেশি হার্ড হলে তা আপনার ঘাড়ে বিরক্তির কারণ হবে।

[গ]প্যান্ট বানানোর ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখুন বর্তমান সময়ে প্যান্টে কোন প্লেট থাকে না। প্যান্টের ক্ষেত্রে পায়ের গোড়ালি থেকে একটু উপরে রাখুন।

৪। নিজের ব্যক্তিত্ব বজায় রাখুনঃ

ব্যক্তিত্ব কিংবা পার্সোনালিটি নিজেকে আরো বেশি আকর্ষনীয় করে তোলার ক্ষেত্রে কার্যকর। তাছাড়া ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ সকলের কাছেই আকর্ষনীয়। আপনি যখন কারো সাথে কথা বলছেন তখন বুক সোজা করে দাঁড়ান। যিনি কথা বলছে তাকে কথা শেষ করার সুযোগ দিন। তার কথায় মনোযোগ রাখার চেষ্টা করুন। খুব অল্প কথায় নিজের বক্তব্য প্রকাশ করার চেষ্টা করুন। অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে পারা অনেক বড় ব্যক্তিত্বের অংশ। একটি বিষয় মাথায় রাখুন মেয়েদের সাথে কথা বলার ক্ষেত্রে মনোবিজ্ঞানীরা একটি কথা প্রায় বলে থাকেন আর তা হলো they told you everything secret to talking with a girls is listening.

৫। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিনঃ

সুন্দর স্বাস্থ্য সুস্থ মন এই কথা আমাদের সকলেরই জানা। ভালো সুন্দর স্বাস্থ্যের পুরুষদের সকল নারীই পছন্দ করে থাকে। তবে এই ক্ষেত্রে আপনার পেটের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তাতে যেন মেদভুড়ি না দেখা দেয়। নিয়মিত জিম করতে পারেন এটি আপনার দেহ সৌষ্ঠবকে আরো বেশি আকর্ষনীয় করবে। খাবারদাবারের ক্ষেত্রে একটু সচেতনতা বজায় রাখুন। এমন কিছু খাবার রয়েছে যা আপনার মুখমন্ডলকে আরো আকর্ষনীয় করবে। তাছাড়া পুষ্টিকর খাবার খেতে পারেন বেশি বেশি।

স্বাস্থ্য সচেতনতার জন্য পড়ুনঃ শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। নিজেকে আকর্ষনীয় করে তোলার ক্ষেত্রে উপরের বর্ণিত কৌশলগুলো অবলম্বন করার চেষ্টা করুন। দেখবেন আপনার মধ্যে কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো এই যে, শুধুমাত্র নারী আকর্ষণের ক্ষেত্রেই নয় আজকাল কর্পোরেট লাইফে গুড লুকিং একটি গুরুত্ত্বপুর্ন বিষয়।

This post was last modified on ফেব্রুয়ারী ২১, ২০১৭ 10:26 অপরাহ্ন

K. A. B Tohin

Recent Posts

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে

ইলন মাস্ককে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…

% দিন আগে