Categories: মতামত

ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে চাইলে যা করণীয়

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ফ্যাশন আর ফটোগ্রাফি বর্তমানে একে অপরের পরিপূরক। ফটোগ্রাফি ছাড়া আপনি ফ্যাশনের কথা চিন্তাই করতে পারবেন না। তাইতো বর্তমান পৃথিবীতে ফটোগ্রাফি একটি বিশেষ জায়গা দখল করে আছে। আজকাল অনেকেরই ফটোগ্রাফি নিয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা রয়েছে। একটি বিষয় প্রথমেই স্মরণে রাখুন যে, ফটোগ্রাফি দুনিয়ায় এখন বেশ প্রতিযোগিতা চলছে। তাই এই পেশায় আপনাকে টিকে থাকতে হলে আপনার মধ্যে থাকতে হবে সৃজনশীলতা।


ফটোগ্রাফির কিছু সাধারণ নিয়মের কয়েকটি হলো আপনার অবশ্যই প্রকৃতিকে সম্পুর্ন ভিন্নভাবে দেখার ক্ষমতা থাকতে হবে। একটি ভালোমানের ক্যামেরা এবং কিছু বাস্তবিক জ্ঞান। অনেকেই মনে করেন যে, একটি ভালোমানের ক্যামেরা আর কয়েকটি লেন্সের মাধ্যমেই একজন ভালো ফটোগ্রাফার হওয়া যায়। সত্যি বলতে কি এতে আপনি হয়তো একজন ফটোগ্রাফার হতে পারবেন কিন্তু একজন ভালোমানের ফটোগ্রাফার বা পেশাদার ফটোগ্রাফার হতে পারবেন না। একজন ভালোমানের পেশাদার হতে হলে আপনাকে কিছু বিষয় অনুসরণ করতে হবে। তবে চলুন জেনে নিই কিভাবে নিজেকে একজন পেশাদার ফটোগ্রাফারে পরিণত করবেন।

১. নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকুনঃ

আপনার ফটোগ্রাফিকে পেশায় পরিণত করতে চাইলে চারপাশের দিকে একটু খেয়াল রাখুন। সময় এবং পরিবেশের চাহিদাকে বোঝার চেষ্টা করুন। এটি করতে গিয়ে আপনি হয়তো কিছুটা বিভ্রান্ত কিংবা হতাশ হতে পারেন যে, এটি যদি আপনি পেশা হিসেবে নিতে চান তবে অনেক ঝামেলা পোহাতে হবে। আপনার জন্য বলছি নিরাশ হবেন না। যেখানে আপনি সমস্যা দেখছেন সেখানটাকে ফটোগ্রাফির ভাষায় ভালোভাবে বোঝার চেষ্টা করুন এবং বিকল্প পথ খুজে বের করুন। ফটোগ্রাফির পেশায় শুরুতেই যদি হতাশ হতে না চান তবে-

Related Post

[ক] প্রথমেই দামী ভালোমানের ক্যামেরা কিনতে যাবেন না। কমদামী ক্যামেরাগুলো দিয়ে নিজের হাতকে আরো পটু করে নিন। আপনার ক্যামেরা লেন্স, ফোকাস এবং শ্যাডো সম্পর্কে একটি ভালো ধারণা গ্রহণ করুন।

[খ] ফটোগ্রাফি সম্পর্কে বই পড়ে জানার চেষ্টা করুন। দেশি বিদেশি ম্যাগাজিনগুলো পড়তে শুরু করুন। সেখানে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি থাকে। সেই ফটোগ্রাফিগুলো সম্পর্কে জানুন।

[গ] ফটোগ্রাফির পাশাপাশি বিভিন্ন ধরনের ফটোগ্রাফিক সফটওয়্যারগুলো সম্পর্কে ধারণা নিন। যেমন অ্যাডোবি ফটোশপ, কোরেল ড্র। এই ছাড়া নিত্যনতুন ফটোগ্রাফিক টার্মগুলো সম্পর্কে ধারণা রাখুন। যেমন বর্তমানে VSCO cam এফেক্টটি বেশ জনপ্রিয়। ইন্সটাগ্রাম নামের একটি ফটো শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্ক এই এফেক্টটিকে জনপ্রিয় করেছে।

২. নিজের কিছু পোর্টফোলিও তৈরি করুনঃ

আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে যে, পোর্টফলিও দিয়ে কি হবে। আসলে আপনার পেশাদারিত্বের প্রথম পরিচয়ই বহন করবে আপনার পোর্টফলিওগুলো। নিজের সবচেয়ে বাছাইকৃত ভালো কাজগুলোর পোর্টফলিও হিসেবে সংরক্ষণ করুন। একটি অনলাইন ডোমেইন কিনে ব্লগ পেইজ তৈরি করে ফেলুন। সেখানে নিজের ছবিগুলোর বিভিন্ন বর্ণনা দিয়ে প্রকাশ করুন। আপনার ফটোগ্রাফি পেশাদার জীবনের যাত্রা শুরু হলো। নিজের বন্ধু বান্ধবদের দিয়ে আপনার ওয়েবসাইটের প্রচারণা চালান। আর এখন তো ফেসবুক আপনার সকল কিছুর সঙ্গী হতে পারে। ছবিগুলো ফেসবুকে প্রকাশ করুন। দেখবেন অল্প দিনেই আপনি বেশ প্রচার পেয়ে গিয়েছেন।

৩. কি ধরনের ফটোগ্রাফার আপনি হতে চান সেটি নির্ধারণ করুনঃ

আপনি যদি পোর্ট্রেট তৈরিতে বেশি আগ্রহী হন তবে নিজেকে পোর্ট্রেট ফটোগ্রাফার হিসেবে পরিচিত করে তুলুন। কিন্তু আপনি যদি বিয়ের ছবি তুলতে বেশি পছন্দ করে থাকেন তবে আপনার জন্য ওয়েডিং ফটোগ্রাফিটি বেশি ভালো হবে। কিন্তু আপনি পেশাদারভাবে ফটোগ্রাফি নিয়ে আপনার একটি বিজনেস দাড় করাতে চাইলে। বিভিন্ন দিকের ফটোগ্রাফিটি বেছে নিন। কেননা এতে করে আপনার ফটোগ্রাফির সুযোগ বাড়বে প্রচুর। কিন্তু আপনি যদি একজন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হিসেবে নিজেকে পরিচিত করতে চান তবে বিজনেসের ধারণাটি বাদ দিন। এইক্ষেত্রে আপনি মুক্ত বিহঙ্গের মতো ছুটে বেড়াতে হবে।

এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি একে বিজনেস হিসেবে দাঁড় করাবেনঃ

১. আপনার ফটোগ্রাফি বিজনেসের একটি ব্যবসায়িক লাইসেন্স গ্রহণ করুন। তার পাশাপাসি গ্রহণ করুন একটি ইন্সুরেন্স পলিসি এটি আপনার বিজনেসের নিরাপত্তা প্রদান করবে।

২. এবার কিছু ক্যাপিটাল জোগাড়ের দিকে নজর দিন। কেননা আপনার বিজনেসটি চমৎকারভাবে পরিচালনার জন্য আপনার কিছু অর্থ প্রয়োজন। তাছাড়া একটি ভালোমানের ক্যামেরা আপনার ফটোগ্রাফি অফিসের ডার্করুম। একটি ভালোমানের ল্যাপটপের জন্য আপনার ক্যাপিটালের প্রয়োজন আছে। আজকাল আমাদের দেশের ব্যাংকগুলো ছোট আকারের ব্যবসায়ের জন্য ঋণ দিয়ে থাকে। আপনি সেই হলে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন।

৩. এবার নিজের ফটোগ্রাফি ব্যবসার অন্যতম গুরুত্ত্বপুর্ন বিষয়। এটি হলো পাবলিসিটি বা অ্যাাডভার্টাইজমেন্ট। একটি কথা প্রচলিত রয়েছে প্রচারেই প্রসার। তাই ব্যবসার প্রচারের দিকে লক্ষ্য করুন।

৪. কাজের একটি শিডিউল তৈরি করুন। কখন ফটোগ্রাফির জন্য বাইরে যাবেন আর কখন আপনার তোলা ছবিগুলোর এডিটিং এর কাজ করবেন। এতে করে কাজের দিক রাখতে সহজ হবে।

৫. কোন একটি কোম্পানীর হয়ে ছবি তুলতে বাইরে কোথাও যেতে হলে চুক্তিপত্র করে নিন। এছাড়া আপনার তোলা ছবির ক্ষেত্রে কপিরাইট রাখুন। অর্থাৎ এই ক্ষেত্রে কপিরাইট নিবন্ধন করে রাখুন।

আপনার ফটোগ্রাফি ব্যবসাটি চমৎকারভাবে পরিচালনার জন্য উপরের বর্ণিত বিষয়গুলোর দিকে খেয়াল রাখুন। এতে করে আপনার ব্যবসা পরিচালনা আরো সহজ হবে আর আপনার পেশাদারিত্বও সুন্দরভাবে বজায় থাকবে।

This post was last modified on ফেব্রুয়ারী ২১, ২০১৭ 11:25 অপরাহ্ন

K. A. B Tohin

Recent Posts

ভক্তকে দু’লাখের ঘড়ি উপহার: ধনকুবেরের কীর্তির ভিডিও হলো ভাইরাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজের সংস্থার সদর দফতরে ডেকে এক ভক্তের হাতে দামি উপহার…

% দিন আগে

সকাল বেলায় পাহাড় দেখতে কিন্তু ভালোই লাগে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

ঘড়ির কাঁটা ধরে খাবার খাওয়াটা জরুরি: কোন খাবার কখন খেলে পাবেন সুফল?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘড়ির কাঁটা ধরে খাওয়ার বিষয়টি সম্পর্কে পুষ্টিবিদরা জানিয়েছেন, শুধু ডায়েট…

% দিন আগে

এবার চীনও ইলন মাস্কের স্টারলিংকের আদলে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পুরো বিশ্বই প্রযুক্তির উৎকর্ষে আবর্তিত হচ্ছে। বিশেষ করে স্যাটেলাইট…

% দিন আগে

‘ওম্যান অব দ্য ইয়ার’ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ওম্যান অব দ্য ইয়ার’ এবার ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য…

% দিন আগে

ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু…

% দিন আগে