দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ “মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর সমাধিক্ষেত্র সরিয়ে নেয়ার প্রস্তাব” করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। বিশ্লেষকরা এটিকে মুসলিম বিশ্বে নতুন সংকট তৈরির পাঁয়তারা বলে মনে করছেন।
মুসলিম সম্প্রদায়ের অন্যতম ও পবিত্র স্থান হিসেবে পরিচিত মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর সমাধিক্ষেত্র ভেঙে তাঁর দেহাবশেষ অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়ার একটি প্রস্তাব দেয়া হয়েছে সৌদি আরবে। দৈনিক দ্য গার্ডিয়ানের উদ্বৃতি দিয়ে অনলাইন সংবাদ মাধ্যম বাংলাদেশ নিউজ২৪ এ খবর দিয়েছে।
যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, সৌদি আরবের এক শিক্ষাবিদের সঙ্গে আলোচনা হয়েছে। এরপর এ সংক্রান্ত একটি প্রস্তাব ইতিমধ্যে মদিনার ‘মসজিদে নববী’ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে পাঠানোও হয়েছে।
মুসলমানদের গুরুত্বের দিক হতে কেবলা অর্থাৎ কাবা শরিফের পরই মসজিদে নববীর স্থান। এখানেই রয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা:) রওজা বা সমাধি। প্রতিবছর হজের সময় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম স্থানটি জিয়ারত করেন। মসজিদে নববী সমগ্র বিশ্বের মুসলমানদের কাছে ২য় পবিত্র স্থান হিসেবে পরিচিত। সৌদি আরবের বর্তমান বাদশা আবদুল্লাহ এর নিয়ামানুযায়ী অভিভাবক।
উল্লেখ্য, মহানবী হজরত মুহাম্মদ (সা:) সমাধিক্ষেত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনাটি প্রথম প্রকাশ করেছেন দেশটির আরেকজন বিশেষজ্ঞ, যিনি ইতিপূর্বেও মুসলমানদের আরেকটি পবিত্র স্থান মক্কায় অবস্থিত বিভিন্ন পবিত্র ও ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের প্রবল সমালোচনা করেছিলেন। এরকম একটি ধর্মীয় স্পর্শকাতর এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান ভেঙে ফেলার পরিকল্পনায় মুসলিম বিশ্বে নতুন ধরনের সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।