দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাতীয় সংসদে ‘ডিঅক্সি রাইবো নিউক্লিক এসিড (ডিএনএ) বিল-২০১৪’ পাস হয়েছে। এতে বলা হয়েছে অনুমোদন ছাড়া ডিএনএ পরীক্ষা করা যাবে না। করলে তাকে জেল ও জরিমানার সম্মুখিন হতে হবে।
সংসদে পাশ হওয়া ওই বিলে বলা হয়েছে, সরকারের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিএনএ পরীক্ষা বা সংরক্ষণ করলে ৫ বছর পর্যন্ত জেল ও ৩ লাখ টাকা জরিমানা দিতে হবে। এমন বিধান রেখে ‘ডিঅক্সি রাইবো নিউক্লিক এসিড (ডিএনএ) বিল-২০১৪’ সংসদে পাস হয়েছে।
গতকাল বুধবার জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বিলটি উত্থাপন করার পর এটি কন্ঠভোটে পাস হয়। অবশ্য জনমত যাচাই ও সংশোধনীগুলো কন্ঠভোটে নাকচ হয়ে যায়।
জানা যায়, গত বছরের ২ সেপ্টেম্বর অপরাধী চিহ্নিত, পিতৃত্ব-মাতৃত্ব নিরূপণ অথবা মৃতদেহ শনাক্ত করার মতো কাজে ডিএনএ পরীক্ষা এবং সংরক্ষণে আইন প্রণয়নে বিলটি মন্ত্রিসভার অনুমোদন দেওয়া হয়। ওই বিলে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপন এবং জাতীয় ডাটাবেস প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। এতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীকে চেয়ারম্যান করে ১৮ সদস্যের একটি ফরেনিসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব রাখা হয়েছে। উপদেষ্টা পরিষেদে বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ, বিশেষজ্ঞসহ দেশের বিশিষ্ট নাগরিকদের রাখার কথাও বলা হয়েছে।
ওই বিলে বলা হয়েছে, তদন্তের প্রয়োজনে ডিএনএ নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে কেও অসম্মতি জানালে পুলিশ আদালতে যেতে পারবে। তবে কমপক্ষে ২ জন সাক্ষীর উপস্থিতি ও বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করা যাবে না।
ওই আইনে ডিএনএ নমুনা ধ্বংস, পরিবর্তন, দূষিত অথবা জাল করা হলে, কারো দায়িত্বে অবহেলার কারণে ডিএনএ নমুনা সংগ্রহ করা না গেলে অথবা নমুনা নষ্ট হলেও বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান রাখা হয়েছে।
জাতীয় ডিএনএ ডাটাবেসে চারটি ইনডেক্স প্রতিষ্ঠার প্রস্তাবও করা হয়েছে এতে। এগুলো হলো: অপরাধস্থল ইনডেক্স, সাজাপ্রাপ্ত অপরাধী ইনডেক্স, অজ্ঞাত ব্যক্তিদের ইনডেক্স ও সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ইনডেক্স। প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও তথ্য আদান প্রদানের বিধানেরও প্রস্তাব রাখা হয়েছে ওই বিলে।
উল্লেখ্য, গত সোমবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন এই বিলের রিপোর্ট উপস্থাপন করেন। গত ২৪ আগস্ট বিলটির রিপোর্ট চূড়ান্ত করেছিল ওই কমিটি।
This post was last modified on সেপ্টেম্বর ১১, ২০১৪ 10:54 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…