দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাইমেটদের মধ্যে নিজেদের আবেগ প্রকাশের জন্য মুখভঙ্গি ব্যবহারের একটি জ্ঞান রয়েছে। প্রাইমেট বর্গের এই প্রাণীগুলো হলো বানর, শিম্পাঞ্জিসহ আরো কিছু প্রাণী। তাদের সাথে মানুষের একটি বিশেষ মিল হলো তারাও মানুষের মতো মুখভঙ্গির ব্যবহার জানে। এছাড়াও প্রাইমেটদের আরেকটি বিশেষ দিক হলো এরা হাত দিয়ে কোন কিছু ধরতে জানে কিংবা হাতের পাঁচ আঙুলের ব্যবহার জানে।
এই ছবিগুলো আপনাকে আরো বেশি বুঝতে সাহায্য করবে যে, প্রাইমেটদের মুখভঙ্গি কেন মানুষের কাছাকাছি।
উপরের এই বানরটিকে দেখুন যেন সকালের মিষ্টি রোদের আস্বাদন নিচ্ছে।
এই প্রাণীটি তার সন্তানকে আগলে ধরে আছে। একটি ভয়াবহ ঘটনায় তার সন্তান ভীত।
ঠাণ্ডায় জমে যাওয়া বরফের মাঝে থেকে একটি খাবারে কামড় বসানোর আগ মুহুর্তে।
এই প্রাইমেটটির আনমনা ভাব দেখলে আপনি সত্যিই অবাক হবেন।
বৃষ্টির মাঝে সন্তানকে আগলে রেখেছে মা।
বাবা বানর তার সন্তানকে কাঁধে নিয়ে খেলা করছে।
এই বানরটির বিস্কিট খাওয়া দেখে মনে হচ্ছে সে একটুপরে এক কাপ চাও খাবে।
পানির এর ছোট নালাটি পার হতে পারবো কি? এই বানরের চিন্তিতভাব দেখে তাই মনে হচ্ছে।
অনেক কাজের মাঝে একটুখানি ঘুম।
বলেছি তো এখন ছবি তুলবো না।
তথ্যসূত্রঃ ভাইরালনোভা