দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনার সঙ্গে দুটি জঙ্গি সংগঠন জড়িত- এমন কথা বলেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় দুটি জঙ্গি সংগঠন জড়িত বলে সন্দেহ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার ডিবির জনসংযোগ বিভাগের উপকমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘শুরুতে অনেকগুলো বিষয় আমরা মাথায় রেখেই মামলার তদন্ত কাজ করে যাচ্ছি। তবে এখন মনে হচ্ছে, নুরুল ইসলাম ফারুকীর মতাদর্শের কারণেই হয়তো তাঁকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে সঙ্গে দুটি জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
সংবাদ মাধ্যম বলেছে, ‘রাজধানীর গোপীবাগে ইমাম মাহদির সেনাপতি দাবিদার লুৎফুর রহমান ফারুকসহ ৬ জনকে হত্যার ঘটনা যাঁরা ঘটিয়েছে, হয়তো তাঁরাই ফারুকীকে হত্যা করেছে বলে ডিবি মনে করছে। তবে জঙ্গি দল দুটির সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি ডিবি।
উল্লেখ্য, ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় খুব হন বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যেই নারায়ণগঞ্জ হতে এক মহিলাসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে এই মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে।
This post was last modified on সেপ্টেম্বর ১৬, ২০১৪ 8:39 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সংস্থায় কাজ করতে হলে কর্মীদের মেনে চলতে হয় বিদ্ঘুটে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৩ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি শরীরচর্চা করলে শরীর ফিট থাকে। ওজনও তখন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার এবং এয়ারমার্স ব্র্যান্ডের এআইওটি (আর্টিফিশিয়াল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৩ সালে ‘গদর’-এর সিক্যুয়েল দিয়ে বক্স অফিসে ঝড়ো ইনিংস শুরু…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, আহত ওই মধ্যবয়সি ব্যক্তির নাম…