দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রাজিলিয়ান দুই আর্টিস্ট যমজ ভাই অক্টাভিও আর গোস্তাভো একটি সিমেন্ট কারখানার ৭০ ফুট উচু বড় বড় চিমনিগুলোকে রঙিন দৈত্য পরিণত করেছে। এই দুইভাই ব্রাজিলে ওজ গেমোস নামে পরিচিত। তাদের এই প্রজেক্টটি মূলত হয়েছে কানাডায়।
কানাডার একটি সিমেন্ট কারখানার জন্য তারা এই প্রজেক্টটি সম্পন্ন করে থাকে। এটি ছিল তাদের সবচেয়ে বড় একটি প্রজেক্ট। এই প্রজেক্টের নাম ছিল ভ্যঙ্কুভার বাইনাল। এটি মূলত একটি বিভিন্ন রঙে রঞ্জিত ৭০ ফুট উচু চরিত্র। এখানে ছিল ৭০ ফুট উচু ছয়টি চিমনি এবং এই চিমনিগুলোর মোট আকার ছিল ২৩৫০০ বর্গ ফুট বা ৭২০০ বর্গ মিটার। ওজ গেমোস এই প্রজেক্ট সম্পর্কে বলতে গিয়ে বলেন, এই প্রজেক্টের প্রথম চ্যালেঞ্চ ছিল লোকেশন অনুযায়ী একটি ধারণা নির্ধারণ করা যা এই প্রজেক্টেকে একটি বিশেষ এবং অনন্য আইডিয়া দিয়ে থাকবে। বাইনাল এই ক্ষেত্রে সত্যিকার অর্থে একটি শক্তিশালী ভাস্কর্য। এরপর আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল এই গোলাকার চিমনিগুলোকে কিভাবে এমন রূপ দেওয়া যায় যা একাধারে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক রূপ তুলে ধরতে পারবে। তাই আমরা এই প্রজেক্টের জন্য আনি আরেকটি চরিত্র যার নাম ভ্যাঙ্কুভার। ভাঙ্কুভারকে মূলত এখানে সংস্কৃতিকে তুলে ধরার কাজে ব্যবহার করা হচ্ছে। তারপর এই চমৎকার দুটি চরিত্রকে তুলে ধরতে আমরা বেঁছে নিই গ্রানভাইল ল্যান্ড যা মাটি ও পানির কাছাকাছি কেননা এর পাশ দিয়ে বয়ে চলছে নদী। নদী এখানে বহমান জীবনকে বুঝিয়ে থাকে।
এই স্থানটিতে প্রতিবছর ১০.৫ মিলিয়ন দর্শনার্থী ভ্রমণে আসে। ফলে এই মুরালটি বর্তমানে একটি প্রতীকীয় কাজে রূপান্তরিত হয়েছে সারাবিশ্বের কাছে। সে যাই হোক এই যমজ দুই ভাইয়ের টার্গেট ছিল সেপ্টেম্বর ২১ তারিখের মধ্যে তারা এই প্রজেক্টের মাধ্যমে ২০০০০ কানাডিয়ান ডলার আয় করবেন কিন্তু তারা এরি মধ্যে ৬০০৭৩ কানাডিয়ান ডলার আয় করতে সক্ষম হয়েছেন। গ্যালারিতে আরো দেখুনঃ
তথ্যসূত্রঃ টেকজার্নাল
This post was last modified on জুন ১৪, ২০২২ 11:43 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…