দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চারিদিকে প্রযুক্তির উৎকর্ষতায় এবার মাত্র ১৭ বছরের কিশোর এমন এক পিস্তল বানালেন যেখানে মালিকের ফিঙ্গার প্রিন্ট ছাড়া এটি গুলি বর্ষণ করবেনা। একে হ্যাক করাও মোটামুটি অসাধ্য।
মাত্র ১৭ বছরের কিশোর Kai Kloepfer সম্প্রতি অংশ নেন Intel International Science and Engineering Fair এ, সেখানেই তিনি উপস্থাপন করেন তার আবিস্কার ফিঙ্গার প্রিন্ট পিস্তলের। তার এই আবিস্কারের পেছনে মুল মন্ত্র হিসেবে কাজ করেছে আমেরিকাতে অসংখ্য মানুষ ব্যক্তিগত পিস্তলের অযাচিত ব্যবহারে নিহত হওয়াই। তিনি মিডিয়াকে বলেন, আমাদের দেশে যত সংখ্যক সৈন্য ইরাক, আফগানিস্তানে যুদ্ধ করে মারা যায় তার থেকে অনেক বেশি মানুষ বন্দুকের অযাচিত ব্যবহারে মারা যায়। ফলে একজনের বন্দুক অন্য কেউ যাতে ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থাই আমার এই ফিঙ্গার প্রিন্ট পিস্তল প্রযুক্তি আবিস্কারের পেছনে কাজ করেছে।”
Kai Kloepfer যে প্রযুক্তি আবিস্কার করেছেন তা গবেষকরা বলছেন ৯৯.৯ শতাংশ নিরাপদ এবং নিশ্চিত লক প্রদান করে। এই লক ব্যবস্থা এতোই শক্তিশালী যে যেকেউ এটি হ্যাক করতে চাইলেই পারবেন না। পিস্তলে স্বয়ংক্রিয় ভাবে ইউজার ডাটা সেভ থেকে ফলে মালিক ছাড়া অন্য কেউ কনো সেটিংস পরিবর্তন করতে পারবেন না।
Kai Kloepfer সারা বিশ্ব থেকে মোট ৭ মিলিওন প্রতিযোগীর মাঝে তার এই আবিস্কার নিয়ে ৩৪ তম হয়েছেন। তাকে Smart Tech Challenges Foundation এর পক্ষ থেকে ৫০ হাজার ডলারের সাহায্য দেয়া হয়েছে কেবল তার এই অত্যাধুনিক সেন্সর কে আরো উন্নত করে তৈরি করার বাজেট হিসেবে।
উল্লেখ্য সুধু আমেরিকাতেই প্রতি ৩০ মিনিটে একজন সাধারণ মানুষ পিস্তলের ভুল ব্যবহার কিংবা অযাচিত ব্যবহারের কারনে নিহত হয়। Kai Kloepfer এর এই আবিস্কার সারাবিশ্ব ব্যপি পিস্তল নিয়ন্ত্রণে সাড়াজাগানো প্রভাব ফেলবে বলেই ধারণা করা যায়।
সূত্রঃ দি টেকজার্নাল
This post was last modified on জানুয়ারী ২২, ২০২৪ 2:42 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি মুক্তি পেলো ‘জংলি’র টিজার। টিজারে সিয়ামকে দেখে চমকে গেছেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোমবার মধ্যরাতে গাজাজুড়ে ব্যাপক বোমা হামলা চালায় বর্বর রাষ্ট্র ইসরায়েল।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভার্জিনিয়া স্টেট হাই স্কুল লিগে ‘স্টেট ইন্ডোর চ্যাম্পিয়নশিপ’-এর আয়োজন করা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৯ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৫ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতে বাঁধা ‘স্মার্ট’ ঘড়ি প্রতিনিয়ত জানান দিচ্ছে যে, আপনার ক্যালোরি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের অন্যতম বৃহত্তর টাইলস এবং স্যানিটারি সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলেন্ট…