Categories: সাধারণ

এরশাদপুত্রসহ ১৩ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ. এম. এরশাদপুত্র সাদসহ ১৩ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়ে হিসাব চাওয়া হয়েছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ. এম. এরশাদের ছেলে সাদ, বিভিন্ন রাজনীতিক, তাদের সন্তান, বিশিষ্ট ব্যবসায়ীসহ অন্তত ১৩ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। জানা যায়, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হতে গত বৃহস্পতিবার সব তফসিলি ব্যাংকে চিঠি পাঠিয়ে ১৩ ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়।

বিএফআইইউ সাধারণভাবে মুদ্রা পাচার, সন্ত্রাসে অর্থায়ন এবং সন্দেহজনক লেনদেন নিয়ে তদন্ত করে থাকে। এছাড়া সরকারের বিভিন্ন সংস্থার (দুর্নীতি দমন কমিশন, সেন্ট্রাল ইন্টিলিজেন্স সেল) তদন্তের জন্য তথ্য নিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি।

Related Post

১৩ ব্যক্তির মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের একমাত্র সন্তান রাহগীর আল মাহী (সাদ), বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজেদুল হক চৌধুরীর (দীপু চৌধুরী), ঢাকার স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম, ঢাকা মহানগর যুবলীগের সভাপতি (দক্ষিণ) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, দলীয় নেতা একরামুল হক হত্যাকাণ্ডের পর বিতর্কে থাকা ফেনী সদরে আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, বিএনপি নেতাদের মধ্যে রয়েছে সাবেক পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজ ও তার ছেলে রাজিব সিরাজ, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান (প্রয়াত- এম সাইফুর রহমানের ছেলে), সাবেক সংসদ সদস্য এম. এ. এইচ. সেলিম (সিলভার সেলিম), চাঁদপুর জেলা সভাপতি শেখ ফরিদউদ্দিন মানিকের ব্যাংক হিসাবের তথ্যও চেয়েছে বিএফআইইউ। এছাড়া আরও তথ্য চাওয়া হয়েছে রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা সভাপতি হাবিবুল্লাহ ডন, অধুনা বিলুপ্ত ওরিয়েন্টাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুনের ব্যাংক হিসাব।

ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে বলা হয় যে, “এসব ব্যক্তির নামে অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো হিসাব অতীতে বা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে উক্ত হিসাব সম্পর্কিত যাবতীয় তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল, টিপি, শুরু হতে হালনাগাদ লেনদেনের বিবরণি) আগামী ৭ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।”

This post was last modified on সেপ্টেম্বর ২২, ২০১৪ 10:31 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে

মাছ ধরার এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিলো ভিসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের…

% দিন আগে