ভাষার মাসের শুরুতে ভাষা সৈনিক আবদুল মতিন বলেছেন- সভ্য রাজার দেশে সভ্যতা বিরাজ করে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ভাষা সৈনিক আবদুল মতিন বলেছেন, সভ্য রাজার দেশে সভ্যতা বিরাজ করে- অসভ্য রাজার দেশে নয়। আমরা দিন দিন সভ্যতার থেকে অনেক দূরে সরে যাচ্ছি। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, এ জন্য কি আমরা ভাষা আন্দোলন করেছি? ভাষার জন্য সংগ্রাম করতে গিয়ে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন।

ভাষাসৈনিক আবদুল মতিন ১ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি কর্তৃক আয়োজিত খাদ্যে ভেজাল প্রতিরোধ, জনসাধারণের মতামত সংগ্রহের লক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। ভাষার মাসের শুরুতে ভাষা সৈনিক আবদুল মতিন আরও বলেন, মাতৃভাষার দাবিতে ব্যক্তিগত জীবনে ৭-৮ বছর জেলহাজত বাস করেছি। শাসক গোষ্ঠীর কালো বুটের আঘাত, গ্রেনেড নির্যাতন পেরিয়ে সফল হয়েছিল বায়ান্নর ভাষা আন্দোলন। আজ আবার নতুন করে জীবন বাঁচানোর আন্দোলনে নামতে হয়েছে। যে আন্দোলনের নাম খাদ্য ভেজালবিরোধী আন্দোলন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এখনও অত্যন্ত বিনয়ী স্বভাবের। তাদের সঙ্গে সভ্য আচরণ করলে সবকিছু বিলিয়ে দিতে পারেন। এজন্য একে অন্যের প্রতি বিনয়ী ও শ্রদ্ধাশীল হওয়ারও আহ্‌বান জানান।

ভাষার মাস প্রসঙ্গে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিজয়ের ফসল বাংলাভাষা। গৌরবের ভাষা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। পৃথিবীর বুকে মর্যাদা পেয়েছে আন্তজার্তিক মাতৃভাষার। আজ পহেলা ফেব্রুয়ারি। ভাষার মাস শুরু। কিন্তু কি দেখতে হচ্ছে আজ! ছাত্র পেটাচ্ছে পুলিশ। পুলিশ পেটাচ্ছে ছাত্রকে। ঘরে বাইরে কোথাও শান্তি নেই। সমাজের সকল স্তরে হানাহানি লেগেই আছে। আমাদের এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য তিনি প্রথমে একটা ভাল সরকার দাবি করেন। কারণ, ভাল সরকারের দেশের মানুষ সব সময় ভাল থাকেন বলে বিশ্বাস করেন। ভেজাল খাদ্য প্রসঙ্গে বলেন, ভাল কোন জিনিস এখন খাবার উপায় নেই। ভেজাল খাবারে বাজার সয়লাব। রাজনীতি ও সামাজিক জীবনের সকল স্তরে এখন ভেজাল জমজমাট। মাছ, মাংস, ফলমুল, শাক, সবজি, কমলা, আপেল সব কিছুতেই ভেজাল। ভেজাল খেয়ে শিশুরা বড় ধরনের হুমকিতে রয়েছে। নানা ধরনের রোগের শিকার হতে হচ্ছে। অথচ এসব জায়গায় সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। তা হলে দেশে সরকার কিসের জন্য? তিনি ভেজাল রোধের জন্য সরকারের চলমান প্রক্রিয়াকে আরও জোরালো করতে দাবি জানান। ভাষাসৈনিকের স্ত্রী গুলবদন নেছা মনিকা বলেন, আজ মানুষের মন ভেজালে ডুবে গেছে। এ দেশের মানুষ এখন কিছুতে ভয় পায় না। ভেজালরোধে সরকারের বাস্তবমুখী পদক্ষেপ না থাকায় দিন দিন ভেজাল খাদ্যে দেশ ছেয়ে গেছে। তিনি অভিযোগ করেন, ভারত ও মায়ানমার থেকে প্রতিনিয়ত দেশে ভেজাল পণ্য আমদানি করা হচ্ছে। এছাড়া চোরাই পথে আসছে ভেজাল খাদ্যদ্রব্য। দেশের অসাধু ব্যবসায়ীরা উৎপাদন করছে ভেজাল পণ্য। সরকারের সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে চলছে ভেজাল খাওয়ানোর প্রতিযোগিতা।

ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট শ্রী মঞ্জুরানী সাহা, মোসলেহ উদ্দীন খাঁন, ইঞ্জিনিয়ার এ কে এম মজিবুর রহমান প্রমুখ।

স্টাফ রিপোর্টার

Recent Posts

কোন কাজ নিয়মিত করলে লিভারের রোগে আক্রান্ত হতে পারেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জীবন-যাপনে কিছু নিয়ম করে চলা উচিত। কারণ নিয়ম করে না…

% দিন আগে

পাসওয়ার্ডে এই ছোট্ট পরিবর্তন আনলে কখনও হ্যাক হবে না অ্যাকাউন্ট

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনলাইনে যে কোনো অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য প্রয়োজন হয় পাসওয়ার্ড।…

% দিন আগে

ওটিটিতে আসছে মস্কোজয়ী সিনেমা ‘আদিম’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা নিয়ে আলোচনায়…

% দিন আগে

টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রীর সেই স্বর্ণের পকেট ঘড়িটি রেকর্ড দাম ১৬ কোটি টাকায় বিক্রি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আটলান্টিক মহাসাগরে ডুবে ধ্বংস হয়ে যাওয়া ঐতিহাসিক টাইটানিক জাহাজ ট্রাজেডির…

% দিন আগে

আজ মহান মে দিবস: শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার দিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ১লা মে, মহান মে দিবস। বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের…

% দিন আগে

নদীমাতৃক বাংলাদেশের এক চিরাচরিত দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১ মে ২০২৪ খৃস্টাব্দ, ১৮ বৈশাখ ১৪৩১…

% দিন আগে