Categories: সাধারণ

সৌরবিদ্যুৎ বদলে দিচ্ছে গ্রামাঞ্চলের দৃশ্যপট

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল ও চর এলাকার অন্ধকার তাড়িয়েছে সৌরবিদ্যুৎ। কমে আসছে গ্রাম শহরের পার্থক্য। বদলে যাচ্ছে গ্রামীণ জীবনের দৃশ্যপট। পল্লী এলাকায় ঢুকলেই দেখা যায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর ঘরের চালে শোভা পাচ্ছে সৌর প্যানেল; আলোকিত হচ্ছে ঘর। ছেলেমেয়েদের পড়ালেখার পাশাপাশি চলছে বিনোদনও। তথ্য অনলাইন পত্রিকা সূত্রের।

সমপ্রতি দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের ৯ উপজেলায় ২০০৫ সাল থেকে সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকিত হতে থাকে প্রত্যন্ত গ্রামগুলো। এ আলো ছড়িয়ে পড়ে চরাঞ্চলগুলোতেও। যারা কখনো ভাবেনি তাদের ঘরে বিজলী বাতি জ্বলবে, তারা এখন সহজ কিস্তিতে পেয়ে যাচ্ছেন সৌরবিদ্যুৎ। এ জেলায় গ্রামীণ শক্তির পাশাপাশি সোলার প্যানেল সরবরাহ করে আসছে বিভিন্ন বেসরকারি সংস্থাও। গত এক বছর আগে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের চর কালুয়া গ্রামের শতাধিক পরিবার মোবাইল কোম্পানি রবির সহায়তায় বিনামূল্যে সোলার প্যানেল পেয়েছে।

সৌরবিদ্যুতের আলোয় এখন ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারছে। পাশাপাশি নাগালের মধ্যে পাচ্ছে টিভিসহ নানান বিনোদন। সৌরবিদ্যুতের সুবিধা পাওয়ায় গ্রামের হাটবাজারগুলোতে মধ্যরাত পর্যন্ত চলছে ব্যবসায়-বাণিজ্য।

চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জব্বার আলী জানান, গ্রামে কখনো বিদ্যুৎ আসবে কি না জানা নেই তার। সে জন্যই তিনি কিস্তিতে সৌরবিদ্যুৎ সংযোগ নিয়েছেন। এ বিদ্যুতের আলোয় ছেলেমেয়েরা পড়ালেখা করছে। পাশাপাশি মোবাইল চার্জ দেয়া থেকে শুরু করে টেলিভিশনও দেখছেন তারা।

সদর উপজেলার চর যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর জানান, তার ইউনিয়নে বর্তমানে প্রায় চার শতাধিক সৌরবিদ্যুতের সংযোগ রয়েছে। এতে প্রত্যন্ত গ্রাম ও চরাঞ্চলগুলোতে চলছে ছেলেমেয়েদের লেখাপড়াসহ বিনোদন। সৌরবিদ্যুৎ স্থাপনের ফলে জ্বালানি তেলের ওপর চাপ কমছে বলে জানান তিনি।

গ্রামীণ শক্তির কুড়িগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক মাহফুজ হোসেন বলেন, ২০০৫ সাল থেকে কাজ করে তারা এ পর্যন্ত জেলায় ১০ হাজার সৌর প্যানেল স্থাপন করেছেন। এতে সুবিধা পাচ্ছে প্রায় ৫০ হাজার মানুষ। তিনি জানান, প্রতিটি সৌর প্যানেল চাহিদানুযায়ী ১২ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন তারা। নগদ অথবা কিস্তিতে এ প্যানেল সরবরাহ করা হয়।

প্রতিনিয়ত সৌর প্যানেলের চাহিদা বেড়েই চলেছে এ অঞ্চলে। ইতোমধ্যে কুড়িগ্রামের ৯ উপজেলার লক্ষাধিক পরিবার পাচ্ছে এ বিদ্যুৎ সেবা। এ ছাড়াও যেসব ইউনিয়ন কাউন্সিল অফিসে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে সৌরবিদ্যুতেই চলছে তথ্যসেবা কেন্দ্রগুলো। চেষ্টা চলছে সোলার প্যানেলের মাধ্যমে সেচপাম্প চালানোরও। কারন সেচ পাম্প চালাতে পারলে গ্রামের মানুষ কৃষি কাজে এর ব্যবহার করতে পারবে। এবং তখন কৃষি উৎপাদন খরচও অনেক কমে আসবে।

Related Post

স্টাফ রিপোর্টার

Recent Posts

নখ দেখেই বোঝা যাবে রোগ হয়েছে কি না!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স বৃদ্ধির পর নখ কিছুটা হলেও ভঙ্গুর হতেই পারে। আবার…

% দিন আগে

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ “কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সকল…

% দিন আগে

বিস্ময়কর এক রোবট অ্যাটলাসের গল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের চেয়ে ভালোভাবে তো একটি রোবট শরীরকে কখনই নিয়ন্ত্রণ করতে…

% দিন আগে

প্রথম পারিশ্রমিক ছিলো ৫০ রুপি: বর্তমানে প্রতি ছবিতে নেন ২০ কোটি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা যশ। যিনি সবার…

% দিন আগে

গাজার যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনছে না ইসরায়েল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি করতে…

% দিন আগে

ভারতে গাধার দুধ বিক্রি হচ্ছে সাড়ে ৬ হাজার টাকা লিটার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের সমাজে গাধা নামক প্রাণীটি কঠোর পরিশ্রমের রূপক হিসেবে প্রচলিত।…

% দিন আগে