দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাংস্কৃতিক জগতের দুই ধারার দুই কর্ণধার রুনা লায়লা ও আলমগীর। দুজনই এদেশের জনপ্রিয় ব্যক্তিত্ব। এবারের ঈদে আলমগীর-রুনা লায়লাকে দেখা যাবে একসঙ্গে!
চলচ্চিত্র ও সঙ্গীত দুটি ধারারই মূল ভূমিকায় রয়েছেন আলমগীর ও রুনা লায়লা দম্পতি। এই দুজনকেই বলা হয় বিনোদন অঙ্গনের ‘ড্রিম কাপল’ বা স্বপ্নের দম্পতি। আলমগীর চলচ্চিত্রে অভিনয়ে দ্যুতি ছড়িয়েছেন কয়েক দশক ধরে। অপরদিকে রুনা লায়লার কণ্ঠের জাদু কয়েকযুগ ধরে এখনও শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে। আর তাই এই দু’জনই দর্শক-শ্রোতার কাছে এক কিংবদন্তি। এবার কোরবানী ঈদে এই তারকা দম্পতিকে নিয়ে তৈরি হলো ঈদের অনুষ্ঠান। নাম দেওয়া হয়েছে ‘আমাদের কিংবদন্তি’।
অনুষ্ঠান সম্পর্কে রুনা লায়লা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের খুব ভালো লেগেছে। অনুষ্ঠানটিতে আমাদের আলোচনাও তথ্যবহুল হয়েছে। ওই অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রশ্নে আমরা উত্তর দিয়েছি। আগে থেকে কিছুই জানতাম না- কি প্রশ্ন করবে। এ বিষয়টিও ভালো লেগেছে।’
অপি করিমের উপস্থাপনায় সম্প্রতি বিএফডিসি’র ৩ নম্বর ফ্লোরে অনুষ্ঠানটির চিত্রায়ন করা হয়েছে। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন রেহেনা রাহা। জানা গেছে, ঈদের পরদিন রাত ৮টা ৫০ মিনিটে বাংলাভিশনে দেখা যাবে ‘আমাদের কিংবদন্তি’ অনুষ্ঠানটি।