দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ধর্ষণ প্রতিরোধে জিপিএস সুবিধাসংবলিত ঘড়ি তৈরির উদ্যোগ নিয়েছে ভারত সরকার। ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং’ নামের একটি প্রতিষ্ঠানে তৈরি এ ঘড়িটির মাধ্যমে আক্রান্ত নারী বোতাম টিপে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং পরিবারের সদস্যদের সাহায্য চাইতে পারবেন। নিকটস্থ থানায় ম্যাসেজ পাঠাতে পারবেন। জানা যাবে তাঁর অবস্থান। নেওয়া যাবে স্থানের কম্পিউটার প্রিন্টও। ঘড়িটিতে থাকবে ক্যামেরাও এবং যেখানে থাকবে আধ ঘণ্টা রেকর্ড করার সুবিধা।
সামপ্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ভারতে ধর্ষণ ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে নানা শংকা দেখা দিয়েছে। মেয়েদের বাইরে বেরুনো এখন অনেকটাই আতঙ্কের বিষয়। আর তাই সকলেই নানা ধরনের পদ্ধতি অনুসরণ করছেন নারীদের চলাচল নির্বিঘ্ন করতে ।
সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং এ বিষয়ে গবেষণা করে জানিয়েছে, চলতি বছরের মাঝামাঝি থেকেই ঘড়িটি বাজারে পাওয়া যাবে। এটির দাম হবে ২০ থেকে ৫০ মার্কিন ডলার (১৬০০ থেকে ৪০০০ টাকা), ঘড়িটি ব্যাপকভাবে উৎপাদনের জন্য নির্মাণ করতে সরকারি কর্মকর্তারা এখন রাষ্ট্রীয় টেলিকমিউনিকেশন যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান আইটিআই লিমিটেডের সঙ্গে আলোচনা করছেন।
This post was last modified on জুন ৭, ২০২৩ 3:36 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…