দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত ঈদে দেখা গেছে ‘হিরো দ্য সুপারস্টার’। সেটি ছিল বড় পর্দায়। কিন্তু এবার ছোট পর্দায় অর্থাৎ টিভিতে ঈদের দর্শকদের মাতাবেন ‘সাকিব দ্য সুপারস্টার’। তবে সিনেমার হিরো সাকিব নয়, খেলার হিরো সাকিব আল হাসান।
গত ঈদে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘হিরো দ্য সুপারস্টার’। কিন্তু এবার কোরবানীর ঈদে দেখা যাবে ছোট পর্দায় ‘সাকিব দ্য সুপারস্টার’। ওই ঈদের সিনেমা হলে দেখা গেলেও এবার দেখা যাবে ঘরে বসেই। কারণ হলো এটি কোনো ছবি নয়, টিভি অনুষ্ঠান। এতে অভিনেতা শাকিব খান থাকছেন না। থাকছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। তাকে নিয়েই সাজানো হয়েছে ‘সাকিব দ্য সুপারস্টার’ অনুষ্ঠানটি।
জানা গেছে, অনুষ্ঠানটিতে সাকিব আড্ডা দেবেন অভিনয় জগতের মানুষদের সঙ্গে। এরা হলেন মোশাররফ করিম, আনিকা কবির শখ, মেহজাবিন এবং মৌসুমী হামিদ। সঙ্গে আরও থাকছেন কথাশিল্পী আনিসুল হক। আরও আকর্ষণ হলো সাকিবের সঙ্গে ওই অনুষ্ঠানে থাকবেন সাকিবের সহধর্মিণী শিশির। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন গাউসুল আলম শাওন। পরিকল্পনায় আছেন তানভীর খানের। অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন আশিক ইব্রাহিম ও নাবিল। ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে চ্যানেল নাইনে প্রচারিত হবে ‘সাকিব দ্য সুপারস্টার’ অনুষ্ঠানটি।