Categories: সাধারণ

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বিটিআরসি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে বাংলালিংকের বিরুদ্ধে। আর এই অভিযোগের পর ব্যবস্থা নিতে যাচ্ছে বিটিআরসি।

Banglalink & BTRCBanglalink & BTRC

জানা যায়, মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে ওঠা আত্মসাতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। ৪ বছর আগের আত্মসাৎ করা টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার জন্য বারবার চিঠি পাঠায় বিটিআরসি। কিন্তু সে টাকা ফেরত দেয়নি বাংলা লিংক। অবশেষে কমিশনের ১৭০তম মিটিংয়ে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। এ জন্য পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে।

বিটিআরসি সূত্রে বলছে, অনুমতি ছাড়াই বাংলালিংক ৪টি সার্ভিস চালু করে। বিষয়টি শুনানির জন্য বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং উইংয়ের পরিচালক একেএম শহিদুজ্জামানকে আহবায়ক করে ৪ সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বিটিআরসির কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Related Post

জানা যায়, ২০১১ সালে বাংলালিংক কমিশনের অনুমতি ছাড়া এলাকাভিত্তিক ট্যারিফের অফার করার পর হোম জোন সার্ভিস চালু করে। কিন্তু জোনভিত্তিক ওই অফারে গ্রাহকরা প্রকৃতঅর্থে নির্ধারিত ট্যারিফে কোনো কথা বলতে পারেনি।

বিটিআরসি বলছে যে, এলাকাভিত্তিক ট্যারিফের অফার কমিশনের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক ও কমিশনের ইন্টেরিম ডিরেক্টিভস ২নং ক্লস-এর সম্পূর্ণ লঙ্ঘন। ইন্টেরিম ডিরেক্টিভস ২নং ক্লসে উল্লেখ করা হয়েছে যে, Uniform tariff in a package : If a promotion package is offered, the tariff must be same for all subscribers under the same package. Tariff variation in different geographic location is not allowed under a same package.

আবার আরেকটি অফারে ৭০ মিনিট টকটাইম মাত্র ৭ টাকায় দেওয়ার কথা বলা হয়। এ ব্যাপারে ২০১২ সালের ১৯ এপ্রিল কমিশন হতে চিঠি দেওয়ার পরও বাংলালিংক তা বন্ধ করেনি। ওই অননুমোদিত সার্ভিস হতে আয়ের পরিমাণও জানায়নি বাংলালিংক। উপরন্তু তারা দাবি করেছে, এধরনের কোনো সার্ভিস দেওয়া হয়নি।

বিটিআরসি সূত্র বলেছে, বাংলালিংক বিটিআরসির অনুমতি ছাড়া ২০১১ সালের ৭ জুলাই ডেইলি ফ্ল্যাট ট্যারিফ নামেরও অপর একটি সার্ভিস চালু করে। এ সার্ভিস দেওয়ার নামে প্রতিদিন গ্রাহকদের নিকট হতে রেজিস্ট্রেশন ফি’র নামে ৪ টাকা করে নেয়া হয়। অবৈধ এবং অনুমতি ছাড়া এই সার্ভিস চালু করায় বিটিআরসি বাংলালিংকে ১০ লাখ টাকা জরিমানা ও ওই সার্ভিস হতে আয়ের অর্থ ৯২ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৫২৪ টাকা কমিশনে জমা দিতে বলা হলেও, বাংলালিংক তা করেনি। আরও বেশ কিছু অনিয়মের অভিযোগ রয়েছে বাংলা লিংকের বিরুদ্ধে।

This post was last modified on সেপ্টেম্বর ২৮, ২০১৪ 3:31 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

দুধ, ফল, সব্জি খেয়েও ক্যালশিয়ামের ঘাটতি যাচ্ছে না কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেরই দুধ, ফল, সব্জি সবই থাকে খাবারের তালিকায়। তবুও ক্যালশিয়ামের…

% দিন আগে

অনার বাংলাদেশ নিয়ে আসছে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া ‘এক্স৯সি’ স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে বাংলাদেশের বাজারে বৈশ্বিকভাবে সাড়া ফেলে দেওয়া স্মার্টফোন, অনার এক্স৯সি,…

% দিন আগে

ভয়ংকর লুকে অচেনা রূপে নুসরাত ফারিয়া!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ মানেই বিনোদন। আর এই বিনোদনের প্রধান মাধ্যম হলো সিনেমা।…

% দিন আগে

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন কার্নি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আজ (শুক্রবার) মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ…

% দিন আগে

গায়েহলুদের অনুষ্ঠানে অনাহূত অতিথি! খাবার চুরি করে পালালো এক বাঁদর! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়ের আগে গায়েহলুদের অনুষ্ঠানে হবু পাত্র-পাত্রীকে ঘিরে ভিড় জমিয়েছেন নিমন্ত্রিত…

% দিন আগে

জামালপুরের ঐতিহাসিক মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ২৯ ফাল্গুন ১৪৩১…

% দিন আগে