দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশী বিজ্ঞানী সৈয়দ রেজওয়ানুল হক নাবিল এবার তৈরি করলেন আধুনিক ড্রোন যা কিনা আপাতত ৩০০ গ্রামের পণ্য পরিবহণ করে নির্দিষ্ট যায়গায় নিয়ে যেতে পারবে।
বাংলাদেশী বিজ্ঞানী সৈয়দ রেজওয়ানুল হক নাবিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড্রোন প্রজেক্ট টিমের প্রধান, তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে পদার্থ বিজ্ঞান বিভাগে মাস্টার্স সম্পন্ন করে এখন সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন।
সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েই নাবিল তৈরি করেছেন পণ্যবাহী ড্রোন। তার এই ড্রোন ইতোমধ্যেই সফল ভাবে পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষা মূলক উড্ডয়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গুগল এবং আমাজন এরই মাঝে নিজেদের পণ্য বহনের জন্য ড্রোন ব্যবহারের চেষ্টা চালাচ্ছে যা পরীক্ষা মূলক পর্যায়ে আছে। নাবিল জানিয়েছে তার তৈরি করা এই ড্রোন অ্যাপ দিয়ে সফল ভাবে ড্রোন পরিচালনা সম্ভব হয়েছে। খুব জলদি তিনি একে আরো উন্নত এবং শক্তিশালী করে তৈরি করবেন।
ইতোমধ্যে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফান্ডিং করতে রাজি হয়েছেন। চলতি সেমিস্টারেই ড্রোনের জন্য বিশেষায়িত ল্যাব গঠন করে চালু করা সম্ভব। ফলে এখানেই গবেষণা চলবে দেশের প্রযুক্তিতে বিশ্বের সাথে তাল মিলিয়ে ড্রোন তৈরির গবেষণা কাজ। নাবিলের মত মেধাবী থাকলে দেশ পেছনে যাবেনা আমরাও এগিয়ে যাবো বিশ্বের সাথে।
This post was last modified on অক্টোবর ৯, ২০১৪ 9:08 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ইম্পালা শিকার করেছে বিশাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৪ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের জীবনের প্রথম প্রেম, বিচ্ছেদ, এগুলো কিশোর বয়সে সামলে নেওয়া…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবারের মতো এবারের ঈদেও আসছে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্পিড বোটে ভাসতে ভাসতে এক বেলুগা তিমির সঙ্গে বল ছোড়াছুড়ির…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৩ চৈত্র ১৪৩১…