দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিত্যনতুন এই তথ্য ও প্রযুক্তির যুগে আপনি হয়তো বলবেন আপনি কুসংস্কারে বিশ্বাস করেন না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো প্রযুক্তির কুসংস্কারে আটকে রয়েছেন। ভূত-প্রেতের কুসংস্কারের দিন শেষ হয়ে গিয়েছে কিন্তু প্রযুক্তির কুসংস্কার দেখা দিয়েছে ভালভাবেই। তেমনি কিছু প্রাযুক্তিক কুসংস্কার নিয়ে আজকে আমরা আলোচনা করবো।
১। ক্যামেরা আর মেগাপিক্সেল
বেশিরভাগ মানুষেরই ধারণা ক্যামেরার মেগাপিক্সেলের উপর নির্ভর করে ভালো ছবি উঠে। পিক্সেল হলো একটি ছবির কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের বিভাজন, যা দ্বারা আপনি ছবিটিকে কতটা বিবর্ধন করতে পারবেন তা নির্ভর করে। এর সাথে ভালো ছবি উঠা নির্ভর করে না। ভালো ছবি আসে আপনার প্রাস্পেক্টিভের সাথে সামঞ্জস্যপুর্ণ আলো এবং কম্পোজিশনের সমন্বয়ে। তাই ক্যামেরা অনেক বেশি মেগাপিক্সেলের না হলে ভালো ছবি উঠবে না এই ধারণা থেকে বেরিয়ে আসুন।
২। পেনড্রাইভ সেফলি রিমোভ না করলে নষ্ট হয়ে যাবে
এটি আরেকটি প্রযুক্তি কুসংস্কার যা বেশিরভাগ মানুষই বিশ্বাস করে থাকে। পেনড্রাইভ কিংবা ইউএসবি কার্ড গুলো সেফলি রিমোভ না করলে দ্রুত নষ্ট হয়ে যায়। পেনড্রাইভ কিংবা ইউএসবি কার্ডগুলো ভালো থাকে ভাইরাস মুক্ত থাকলে কিংবা পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত না হলে। আজ থেকে সেফলি রিমোভ না করে সরাসরি খুলে ফেলুন না দেখুন তো নষ্ট হয় কিনা।
৩। চুম্বক কম্পিউটারের ডাটা নষ্ট করে ফেলে
কম্পিউটারের ডাটাগুলো আপনার পুরোপুরি মুছে ফেলতে দরকার বেশ উন্নত মানের ম্যাগনেট বা চুম্বক। এমআরআই মেশিনে যে ধরনের ম্যাগনেট ব্যবহার করা হয় এমন ম্যাগনেটের আশপাশে আপনার পিসি থাকলে সামলিয়ে রাখতে পারেন। তার বাইরে ছোটখাট চুম্বক আপনার পিসির ডাটা মুছতে পারবে না।
৪। ফোন আর ল্যাপটপের ব্যাটারি
অনেকেই বলেন ফোন আর ল্যাপটপের ব্যাটারি চার্জ শুন্য করে তবেই চার্জ দিলে ব্যাটারী অনেক দিন কার্যকর থাকে। এটি একটি ভুল ধারণা বর্তমান লিথিয়াম আয়নের ব্যাটারিগুলোর চার্জ পুরোপুরি শুন্য করলে আয়ন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই চার্জ দেওয়ার ক্ষেত্রে এই মিথ না মেনে চার্জ করাই ভালো।
This post was last modified on জানুয়ারী ২২, ২০২৪ 2:30 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার চারপাশে এমন অনেকেই রয়েছে, যাদের ভাবনাও অত্যন্ত নেতিবাচক। তাদের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পছন্দের ওএলইডি টিভি কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জোভান-তটিনী অনস্ক্রিনে এবার ভালোই রসায়ন জমিয়ে তুলেছেন। তবে এবারের ঈদে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় আল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । ১৯৭১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…