দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজকাল ফটোশপের মাধ্যমে ছবি এডিট করা একটি নিয়মিত বিষয় হয়ে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এডিট করা ছবির জয় জয়কার। সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ সবাই তাদের ছবির ক্ষেত্রে কোন না কোন ভাবে ফটো এডিট করছেন। কিন্তু আজ আমরা এমন কিছু ছবি তুলে ধরবো যা দেখলে আপনার কাছে মনে হবে এগুলো এডিট করা কিন্তু তা আসলে এডিট করা নয়।
১। রাতের আকাশে রংধনু
যা বলেছিলাম প্রথম ছবিতেই ধাক্কা খেলেন তো যে, রাতের আকাশে রংধনু নিশ্চয়ই এডিট করা ছবি। আসলে এটি যুক্তরাষ্ট্রের নায়ান ক্যাট ফ্লাইওভারের নানা বর্ণের লেজার লাইটের খেলা।
২। বিবর্ণ রঙের মাঝে লাল জবা
ফটোশপ, পিকাসাসহ আরো কিছু ফটো এডিটিং টুলসের সাধারণ একটি কাজ হলো গ্রে স্ক্যালে কোন একটি রঙকে ফুটিয়ে তোলা। কিন্তু এই ছবিটি এডিট নয়, ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে এমন দৃশ্য তৈরি হয়েছে।
৩। বনের ভেতর অ্যালিয়েন যান
এটি আসলে সুইডেনের একটি ট্রি হোটেল। এর ডিজাইন এমন ভাবে করা হয়েছে যে কেঊ প্রথম দেখাতে একে অ্যালিয়েন যান হিসেবে সনাক্ত করবে।
৪। লাল মেঘের ভেলা নাকি ইউএফও
অস্তমিত সুর্যের লাল রঙের আভা এসে পড়েছে এই মেঘের গায়ে। আর তাতেই তৈরি হয়েছে বিভ্রান্তি।
৫। বর্গাকার রঙের splash
ফ্রেঞ্চ আর্টিস্ট জোর্জিয়াস রুশো এই প্রাস্পেক্টিভটির ডিজাইন করেছে পরিত্যক্ত একটি দালানে।
৬। সবুজ বাউন্ডারি
স্ট্রিট আর্টিস্ট আকাশ নিহিলানি সবুজ ফ্লোরোসেন্ট ট্যাপ দিয়ে করেছেন এই ডিজাইন।
৭। ভেড়ার জ্যাম
ইটালিয়ান আল্পস পর্বতের উপরের এই রাস্তায় নিয়মিত জ্যাম লেগে যায় তবে মজার বিষয় হলো এটি গাড়ির জ্যাম নয় ভেড়ার জ্যাম।
৮। ঘুরে আসুন সাগরের গভীরে
আপনি যদি সাগরের গভীরে ঘুরে আসতে চান কিন্তু শরীর ভেজাতে না চান তবে আপনার জন্য এই স্কুবা ডাইভিং। বার্লিনের রেডিসন ব্লু হোটেলের এলিভেটরের পাশে কাছ ঘেরা অবস্থায় আপনি সাগরের তলদেশ দেখতে পাবেন।
৯। দুই মাথার গন্ডার
ভাবছেন এডিট করে মাথা দুটো জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে না। এটা একটা পার্ফেক্ট টাইমিং ছবি। যেখানে চমৎকার পাশাপাশি দুটো গন্ডারের ছবি তোলা হয়েছে।
১০। মায়া
এই ভাস্কর্যটির নাম হলো মায়া, ইংল্যান্ডের ব্রিস্টল টেম্পল স্টেশনের পাশে এর অবস্থান। আসলে এটি একটি থ্রিডি স্টিকার যা তৈরি করা হয়েছে ১২ মিলিমিটারের ওয়াটার কাট অ্যালুমিনিয়াম শীট দিয়ে।
১১। ছাদের উপর দ্বীপ
চীনের মাউন্টেন ওয়েসিসের বাসিন্দারা ছাদের উপর বানিয়েছে এই দ্বীপ। পাহাড়ের একপাশের অংশের সাথে ছাদকে যুক্ত করে তৈরি করা হয়েছে এটি।
১২। সাবধান সামনে গর্ত
না ভয় পাওয়ার কিছু নেই এটি একটি ইলুইশন। আর্টিস্ট এরিক জনসন ২০১১ সালে স্টকহোমের সার্গিয়াল স্কোয়ারে এটি আকেন।
১৩। সুনামির ভূত
এটি ২০১২ সালের আগস্টের ফ্লোরিডার উপকুলের একটি সুনামির চিত্র। ঢেউয়ের সাথে বাতাসের অতিরিক্ত আর্দ্রতা মিশে গিয়ে তৈরি হয়েছে এই বিশালাকার ঢেউয়ের মতো দেখতে একটি অবস্থা।
১৪। ল্যান্ডস্ক্যাপ
চীনের ইউয়ান প্রদেশের একটি উপত্যকার ছবি এটি। প্রশ্ন আসতে পারে এমন রঙ কেন হয়েছে আসলে এগুলো পানিতে থাকা নানা বর্ণের শেওলা।
১৫। রেন্ডারিং কার
এই ছবিটা দেখে যে কেউ বলবেন এটা ফটোশপ ছাড়া কিছুই নয়। কিন্তু আদতে এটি কোন ফতোশপ করা ছবি নয়। আর্টিস্ট বেনেডিক্ট রেডক্লিফ তার দিয়ে এটি তৈরি করেছেন।
তথ্যসূত্রঃ ভাইরালনোভা