দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তির শর্ত শিথিল করা হয়েছে। আজ মঙ্গলবার ভর্তি কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সংবাদ মাধ্যমকে এ তথ্য দিয়েছেন।
মাত্র দু’জন ইংরেজীতে ভর্তির যোগ্য এমন খবর সাম্প্রতিক সময়ে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। শিক্ষামন্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি বেশ জটিল হয়ে ওঠে। যে কারণে ভর্তির বিষয় নিয়ে আজকের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ভর্তি যোগ্যতার শর্তগুলো শিথিল করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ভর্তি কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ঢাবির সিনেট ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেছেন, ‘ইংরেজি বিভাগে ভর্তির জন্য দেওয়া শর্তে ছিল ইলেকটিভ ইংলিশে কমপক্ষে ১৫ নম্বর পেতে হবে। সেটি কমিয়ে এখন ৮ করা হয়েছে এবং ইংরেজি বিষয় পেতে হলে জেনারেল ইংলিশে ১৮ নম্বর পেতে হবে। এই শর্ত অনুসারে ‘খ’ ইউনিট হতে যেসব শিক্ষার্থী ইংরেজি বিষয় পাওয়ার যোগ্য হবে, তাদেরকেই নেওয়া হবে। আর বাকি আসনগুলো ‘ঘ’ ইউনিট হতে পূরণ করা হবে।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিশেষ করে ইংরেজি পরীক্ষা নিয়ে ব্যাপক লেখালেখি হয়। দি ঢাকা টাইমস্ এ ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভর্তিযোগ্য শিক্ষার্থী মাত্র ২ জন!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।
This post was last modified on অক্টোবর ১৪, ২০১৪ 1:45 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…