Categories: সাধারণ

বাসিয়া নামের সেই মরা নদীর কাহিনী

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বাংলাদেশের সব নদ-নদীগুলো আজ হারিয়ে যেতে বসেছে। এমনই একটি নদীর নাম বাসিয়া। বিশ্বনাথের যে কেও চিনে। নিজের সীমানা ছাড়িয়ে রয়েছে নদীটির পরিচয়। এখন আর নদীটির যৌবন নেই। হারিয়ে গেছে তার সব। নদীর বুকে ধুধু বালুচর। তার বুকে প্রায় জায়গায় এখন হচ্ছে ধান চাষ। অনেক জায়গায় ছোট ছোট ছেলেরা খেলছে ক্রিকেট!

নদী মাতৃক দেশ হিসেবে যে খ্যাতি ছিল কালের গর্ভে যেনো তা হারিয়ে যেতে বসেছে। এক সময় এ বাসিয়া নদী দিয়ে লঞ্চ, স্টিমার, পাল তোলা নৌকা চলাচল করত। এখন আর এসব দেখা যায় না। শুধুই স্বপ্ন। অনেকেই বাসিয়া নদী নিয়ে স্বপ্ন দেখেন। বাস্তবে কিছুই নেই। প্রবীণরা জানান, আজ থেকে ২০-২৫ বছর পূর্বে ১২ মাস বাসিয়া নদীতে পানি থাকত। এখন বালুচরে পরিণত হয়েছে। নেই কোন মাছ। আগের মত আর মাছের খেলা দেখা যায় না। হারিয়ে গেছে সব। প্রভাবশালী দখলদাররা নদী তীর দখল করে তৈরি করেছেন স্থাপনা। এসব দখলদারদের সহযোগিতা করে স্থানীয় প্রশাসন। বিশ্বনাথ নতুন বাজারের ব্যবসায়ী মো. নূরুল ইসলাম বলেন, বাসিয়া নদী খনন করলে মানুষ উপকৃত হত। তিনি জরুরি ভিত্তিতে নদী খনন করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

কৃষক জামালউদ্দিন বলেন, বাসিয়া নদীতে পানি না থাকায় সবজি ক্ষেত করতে পারেননি। এক সময় তিনি নদীর পানি দিয়ে সবজি ক্ষেত করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. খায়রুল আমিন বলেন, নদী খনন করা বড়ই প্রয়োজন। তিনি বলেন, নদী খনন করলে কৃষকরা বাড়তি সুবিধা পেতেন।

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে

প্রবৃদ্ধিশীল ফ্রিল্যান্সিং খাতে গুরুত্বারোপ: কুমিল্লায় ফ্রিল্যান্সার মিটআপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর আলোকপাত করে সম্প্রতি ফ্রিল্যান্সার নিয়ে এক…

% দিন আগে

সবাইকে সাথে নিয়ে দেশের ঝান্ডা-বেসিসের পতাকা পুরো বিশ্বে বয়ে বেড়াতে চাই- এম আসিফ রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন প্রজন্মের কাছে ভিষণ জনপ্রিয় মুখ এম আসিফ রহমান। ওয়ার্ডপ্রেস…

% দিন আগে

ইত্যাদির গানে দুনিয়া মাত করলেন অভিনেত্রী ফারিণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের রোজার ঈদে ইত্যাদির বিশেষ পর্বে গায়িকা হিসেবে অভিষেক ঘটে…

% দিন আগে

ফিলিস্তিনের অবৈধ দখল ছাড়তে হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে, ইসরাইলকে ফিলিস্তিনের…

% দিন আগে

ছবিতে রয়েছে একটি ব্রাশ: খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মূলত এই ছবিটি একটি হাতে আঁকা কার্টুন। তবে গল্পটি বহুপুরনো…

% দিন আগে