৪০ কিলোমিটার উঁচু থেকে লাফ দিয়ে রেকর্ড করলেন গুগলের ভাইস প্রেসিডেন্ট!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ৪০ কিলোমিটার উঁচু থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করলেন সার্চইঞ্জিন গুগলের একজন জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট। এর আগে অস্ট্রিয়ার নাগরিক ফেলিক্স বমগার্টনার ২০১২ সালে ১ লাখ ২৮ হাজার ফুট উচ্চতা হতে লাফ দিয়ে রেকর্ড গড়েছিলেন।

অস্ট্রিয়ার নাগরিক ফেলিক্স বমগার্টনার ২০১২ সালে এক লাখ ২৮ হাজার ফুট উচ্চতা হতে লাফ দিয়ে যে রেকর্ড গড়েছিলেন, তা ভাঙ্গলেন বিশ্বের সর্ববৃহৎ ইন্টারনেট সার্চইঞ্জিন গুগলের একজন জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট। অ্যালান ইউস্টেস নামের গুগলের ওই কর্মকর্তা এক লাখ ৩৫ হাজার ৮৯০ ফুট (৪০ কিলোমিটার/২৫ মাইল) উঁচু হতে লাফ দিয়ে এই বিশ্ব রেকর্ড করেন।

জানা যায়, প্যারাগন স্পেস ডেভলপমেন্ট করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের ওজোন স্তর পর্যবেক্ষণ প্রকল্পের কাজের অংশ হিসেবেই ইউস্টেস এই রেকর্ড করেন। সেজন্য তিনি অনেকটা গোপনেই এক বছর ধরে প্রশিক্ষণও নিয়েছেন ও এই গবেষণার কাজ করেছেন।

ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশন বলেছে, মেক্সিকোর রসওয়েল এলাকা হতে স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টায় একটি হিলিয়াম গ্যাসভর্তি বেলুনে চড়ে স্ট্র্যাটোসফেয়ারের (ভূপৃষ্ঠ ছাড়িয়ে ১০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যবর্তী শূন্যস্থান অথবা আন্তর-আকাশ) দিকে রওনা হন ইউস্টেস। ২ ঘণ্টা ৯ মিনিটে তিনি মহাশূন্যের নিকটবর্তী ১ লাখ ৩৫ হাজার ৮৯০ ফুট উচ্চতায় উঠে যান। স্থানীয় সময় সকাল ৯টা ৯ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০.০০টা) বিশেষভাবে তৈরি করা পোশাক পরিহিত অবস্থায় লাফ দেন ৫৭ বছর বয়সী ইউস্টেস। বলা হয়েছে, এসময় তাঁর পতনের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩শ’ কিলোমিটার। অ্যালান ইউস্টেস শব্দের গতির চেয়েও বেশি গতিতে পৃথিবীর দিকে ছুটে আসতে থাকেন। উচ্চতার রেকর্ড ছাড়াও আরও বেশকিছু নতুন রেকর্ডও তৈরি করেন অ্যালান ইউস্টেস।

ভূ-পৃষ্ঠের খুব কাছাকাছি এসে অ্যালান ইউস্টেস শরীরে বাঁধা প্যারাস্যুট খুলে দেন। লাফ দেওয়ার পর হতে প্যারাস্যুট খোলার আগ পর্যন্ত তিনি ১ লাখ ২৩ হাজার ৪১৪ ফুট পথ অতিক্রম করেন। এই পথটুকু পাড়ি দেওয়ার সময় অ্যালান ইউস্টেসের পতনের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩২১ কিলোমিটার। এই পথ পাড়ি দিতে অ্যালান ইউস্টেসের সময় লেগেছে ৪ মিনিট ২৭ সেকেন্ড।

This post was last modified on অক্টোবর ২৬, ২০১৪ 11:24 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে

মাছ ধরার এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিলো ভিসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের…

% দিন আগে