দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্পাইডার ম্যানের কথা শুনলে ছোট-বড় সবাই আগ্রহী হয়ে ওঠেন। আমরা এতোদিন যেসব স্পাইডার ম্যান দেখেছি সেগুলোতে একজন ছেলে এই স্পাইডার ম্যান ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কিন্তু এবার দেখা যাবে এই ভূমিকায় একজন নারীকে!
নতুন করে যে স্পাইডার ম্যান করতে যাচ্ছে তার নাম দেওয়া হয়েছে, ‘আমেইজিং স্পাইডার-ম্যান’। ফ্র্যাঞ্চাইজির পূর্বের দুই সিনেমার আকাশচুম্বি সাফল্যের পর এবার সিরিজের তৃতীয় সিনেমা আসতে যাচ্ছে। হঠাৎই সিনেমাটি নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্যও ফাঁস হয়ে গেছে। ফাঁস হওযা তথ্যগুলো যদি সত্যি হয়, তাহলে এবার নারী স্পাইডার ম্যানকে দেখা যাবে।
জানা গেছে, এই সিনেমার আগে অবশ্য সনি পিকচার্স নিয়ে আসছে আরও দুই স্পিন অফ। ‘সিনিস্টার সিক্স’ ও ‘ভেনম কার্নেজ’ নামের এই দুই সিনেমায় পাল্টে যেতে পারে স্পাইডার ম্যানের পুরো গল্প বা কাঠামোতে।
সিনেমায় গুয়েন স্টেসির ভূমিকায় অভিনয় করা এমা স্টোন আভাস দিয়েছিলেন সিরিজের তৃতীয় কিস্তিতেও ফেরার সম্ভাবনা রয়েছে তার। তবে যেহেতু দ্বিতীয় সিনেমাতে গুয়েন স্টেসির মৃত্যু দেখানো হয়েছে, তার ‘ফেরা’টা কিভাবে হবে সেটা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
আর তাই এবার তৃতীয় সিনেমায় দেখানো হবে গুয়েনের সহকর্মী এক বিজ্ঞানীকে। গুয়েনকে গোপনে ভালবেসে যাওয়ার কারণে সেই বিজ্ঞানী তার মৃত্যুতে ভীষণভাবে ভেঙ্গে পড়েন। আর তারপর এক অদ্ভুত উপায়ে ভালবাসার সেই মানুষটিকে আবার বাঁচিয়ে তোলেন ওই বিজ্ঞানী।
সবচেয়ে আলোচিত খবর হচ্ছে, ‘সিনিস্টার সিক্স’ ও ‘ভেনম কার্নেজ’-এ গুয়েনকে দেখানো হতে পারে নারী স্পাইডার ম্যান রূপে। আর তাই গুয়েনকে নিয়েই শুরু হতে পারে পুরো এক সিরিজ।
এভাবেই নতুন সাজের স্পাইডার ম্যান রূপে নারী চরিত্র দর্শকদের আবার অন্য এক অনুভূতির স্থান করে নিতে পারে বলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন।
This post was last modified on ফেব্রুয়ারী ৮, ২০১৭ 11:58 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…