Categories: সাধারণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত মীর কাসেম আলীর রায় রবিবার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত মীর কাসেম আলীর রায় আগামী রবিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের ব্রেঞ্চ আজ বৃহস্পতিবার এই তারিখ দিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের কর্ম পরিষদের সদস্য এবং দিগন্ত মিডিয়ার করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর রায় ঘোষণার জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

গত ৪ মে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। তখন থেকেই রায়ের জন্য অপেক্ষমান রেখে মামলাটি (সিএভি) ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মীর কাশেম আলীর পক্ষে তার আইনজীবি ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন যুক্তি উপস্থাপন শেষ করেন। এরপর প্রসিকিউশন পক্ষ থেকে পাল্টা যুক্তি উপস্থাপন করা হয়। তারআগে আসামিপক্ষের আইনজীবি মিজানুল ইসলামও তার যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে গত ২৭ ও ২৮ এপ্রিল রাষ্ট্রপক্ষে জেয়াদ আল মালুম, সুলতান মাহমুদ সীমন এবং ব্যারিস্টার তুরিন আফরোজ যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে আদালত মামলাটি যে কোন দিন রায় ঘোষণা করা হবে মর্মে আদেশ দেন।

Related Post

যুক্তি উপস্থাপন শেষে প্রসিকিউশন দাবি করেছেন যে, ‘তারা মীর কাসেম আলীর অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে। এজন্য তার সর্বোচ্চ শাস্তি হবে বলেও আশা প্রকাশ করেছেন।’ অপরদিকে আসামিপক্ষের দাবি , ‘মীর কাসেম আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। প্রসিকিউশন তাদের অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন। তারা আশা করছেন, মীর কাশেম আলী খালাস পাবেন।’

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে, ওইদিন বিকেলে মতিঝিলে দৈনিক নয়া দিগন্ত কার্যালয় হতে তাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

This post was last modified on অক্টোবর ৩০, ২০১৪ 12:32 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে

প্রবৃদ্ধিশীল ফ্রিল্যান্সিং খাতে গুরুত্বারোপ: কুমিল্লায় ফ্রিল্যান্সার মিটআপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর আলোকপাত করে সম্প্রতি ফ্রিল্যান্সার নিয়ে এক…

% দিন আগে

সবাইকে সাথে নিয়ে দেশের ঝান্ডা-বেসিসের পতাকা পুরো বিশ্বে বয়ে বেড়াতে চাই- এম আসিফ রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন প্রজন্মের কাছে ভিষণ জনপ্রিয় মুখ এম আসিফ রহমান। ওয়ার্ডপ্রেস…

% দিন আগে

ইত্যাদির গানে দুনিয়া মাত করলেন অভিনেত্রী ফারিণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের রোজার ঈদে ইত্যাদির বিশেষ পর্বে গায়িকা হিসেবে অভিষেক ঘটে…

% দিন আগে

ফিলিস্তিনের অবৈধ দখল ছাড়তে হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে, ইসরাইলকে ফিলিস্তিনের…

% দিন আগে

ছবিতে রয়েছে একটি ব্রাশ: খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মূলত এই ছবিটি একটি হাতে আঁকা কার্টুন। তবে গল্পটি বহুপুরনো…

% দিন আগে