দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের পর পাক জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে ইসলামাবাদের পদক্ষেপ চেয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জামায়াতে ইসলামী পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে ইসলামাবাদের পদক্ষেপ চেয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গত বুধবারের রায়ের প্রতিক্রিয়ায় পাকিস্তান জামায়াত এক বিবৃতিতে বলেছে যে, “তথাকথিত একটি আদালতের রায়ে একজন সম্পূর্ণ নিরাপরাধ মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।”
জানিয়ে জামায়াতে ইসলামী পাকিস্তান-এর আমির সিরাজ-উল হক ও সেক্রেটারি জেনারেল লিয়াকত বালুচের দেওয়া ওই বিবৃতিটি পাকিস্তান জামায়াতের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
একাত্তরে পাকিস্তানী সেনাবাহিনীর পক্ষ হয়ে বাংলাদেশী বুদ্ধিজীবীদের হত্যা করতে কাজ করা আল বদর বাহিনীর প্রধান ছিলেন নিজামী। বুদ্ধিজীবি হত্যাকাণ্ডসহ ৮টি অপরাধে আদালতের রায়ে দোষী সাব্যস্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয় আদালত।
বাংলাদেশে রায় নিয়ে নিজ দেশ পাকিস্তান সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বিবৃতিতে সিরাজ-উল হক আরও বলেন, “যখন একজন দেশপ্রেমিক পাকিস্তানী, যিনি পাকিস্তানী সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য এই ধরনের সাজার মুখোমুখি হচ্ছেন, সেই সময় পাকিস্তান সরকারের নিষ্ক্রিয় থাকা সত্যিই অপ্রত্যাশিত।”
বাংলাদেশে একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেওয়া বর্তমান শেখ হাসিনার সরকারকেও আক্রমণের লক্ষ্যবস্তু করেছে পাকিস্তান জামায়াতে ইসলামী। “এই ধরনের কার্যকলাপের কারণে বাংলাদেশে প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ খুব বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না।” বলে হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক আমির ৯০ বছর কারাগণ্ডপ্রাপ্ত গোলাম আজমের মৃত্যুর পরও বাংলাদেশের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে জামায়াতে ইসলামী পাকিস্তান।