Categories: সাধারণ

জেএমবির প্রধান সমন্বয়কসহ ৫ জঙ্গি গ্রেফতার: আবার মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গী সংগঠনগুলো

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ জেএমবির প্রধান সমন্বয়কসহ ৫ জঙ্গি গ্রেফতার করেছে র‌্যাব। দেশের বিভিন্ন স্থানে আবার মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গী সংগঠনগুলো।

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) প্রধান সমন্বয়ক আবদুন নূরসহ ৫ জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার বিকেলে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান।

বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাবের একটি দল সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী রেলস্টেশন হতে টাইম বোমা তৈরির সরঞ্জামসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া অন্যরা হলেন- এহসার সদস্য নূর ইসলাম, মো: নুরুজ্জামান আরিফ (এহসার), গায়েবে এহসার সদস্য ফারুক আহম্মেদ ও মো: আবুল কালাম আজাদ। জেএমবির পাঁচ সদস্যের নিকট থেকে ৪টি টাইম বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। সম্প্রতি বর্ধমান বিস্ফোরণে সম্পৃক্ত ২ জেএমবি সদস্যের সঙ্গে আবদুন নূরসহ অন্যদের যোগাযোগ ছিল।

Related Post

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, জেএমবির একাংশের আমির ভারতে পলাতক সোহেল মাহফুজের নির্দেশে ফের দল গোছাতে শুরু করে পাবনা জেলার জেএমবির আমির আবদুন নূর। কারাবন্দি শীর্ষ জঙ্গিদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতো এই জেএমবি নেতা।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সংবাদ মাধ্যমকে বলেছেন, জেএমবি নতুনভাবে ঘুরে দাঁড়াতে চাচ্ছে। তীক্ষ্ম নজরদারি রাখা হচ্ছে তাদের কার্যক্রমের ওপর। জেএমবির আর্থিক উৎসের ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে।

গতকাল বিকেলে উত্তরাস্থ র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ জানান, আবদুন নূর মূলত বাংলাদেশে অবস্থান করে আত্মগোপনে থাকা জেএমবির আমির সোহেল মাহফুজের সঙ্গে যোগাযোগ রাখতো। পুনরায় সংগঠিত করতে নতুন সদস্যপদ সংগ্রহের চেষ্টা করছে জেএমবি। এই লক্ষ্যে কারাবন্দি জেএমবি শীর্ষ নেতা এবং দেশের বাইরে আত্মগোপনে থাকা অন্যান্য জেএমবির সক্রিয় সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখতেন এই আবদুন নূর।

জানা গেছে, দেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়েই মূলত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পলাতক এবং জামিনপ্রাপ্ত সদস্যরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এসব সংগঠনের শীর্ষ নেতারা কারাগারে থাকার কারণে এই কাজটি তারা খুবই গোপনে করতে থাকে। মূলত জেলখানায় থাকা দলের শীর্ষ নেতা ও আত্মগোপনে থাকা অন্য সদস্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগঠনকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে এরা। দেশে যে কোনো রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে এরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি করার পরিকল্পনা করছিল।

গ্রেফতারকৃতদের নিকট হতে ৪৯টি প্রাইমারি ডেটোনেটর, ২৬টি ইলেকট্রনিক ডেটোনেটর, ৪টি টাইম বোমা, ১০ কেজি পরিমাণ পাওয়ার জেল, ১৫৫টি বিভিন্ন প্রকার সার্কিট, ৪৫টি বোতাম টাইপ সার্কিট, ৩টি ইগনাইটর, ১টি পাওয়ার রেগুলেটর ও ৫৫টি জিহাদি বই পাওয়া যায়। যার মধ্যে বেশ কয়েকটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা এবং বোমা তৈরির সরঞ্জামও ছিল।

This post was last modified on নভেম্বর ১, ২০১৪ 12:26 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

খালি পেটে পাকা পেঁপে খাওয়া কী আদৌ শরীরের জন্য ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেঁপেতে উপস্থিত ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পরিপাকে বিশেষ সহায়ক।…

% দিন আগে

আইফোনের নতুন গেম ইমুলেটর ডেলটা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি নতুন ইমুলেটর অ্যাপ তৈরি হয়েছে।…

% দিন আগে

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে