দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেন্সরে জমা দেওয়া হয়েছে চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কার্তুজ’। গত রবিবার সেন্সর সনদপত্রের জন্য বাপ্পারাজ ছবিটি সেন্সর বোর্ডে জমা দেন।
গত রবিবার সেন্সর সনদপত্রের জন্য বাপ্পারাজ পরিচালিত প্রথম ছবি ‘কার্তুজ’ ছবিটি সেন্সর বোর্ডে জমা দিয়েছেন। এটিই চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র। ছবিটির প্রযোজনা সংস্থা জানিয়েছে, সেন্সর সনদপত্র পেলে খুব শীঘ্রিই ‘কার্তুজ’ ছবিটি বিজয় দিবস কিংবা ২০১৫ সালের ২রা জানুয়ারি মুক্তি দেওয়া হবে।
প্রথম পরিচালিত চলচ্চিত্র প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ‘চেষ্টা করেছি নিজের মেধা দিয়ে ভালো একটি চলচ্চিত্র নির্মাণের। চেষ্টা করেছি প্রযোজকের সামর্থ্য অনুযায়ী কাজ করার।’
বাপ্পারাজ আরও বলেন, ‘আমার চলচ্চিত্রে নায়ক-নায়িকার অহেতুক কচলা-কচলি নেই, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, মরে যাবো টাইপের কোনো সংলাপ নেই। ভিলেন নারীকে অসম্মান করেন অথবা নায়ক-ভিলেন অযথাই চেঁচামেচি করেন এমন কিছু নেই। আবার নায়ক কিংবা ভিলেন কাওকে মারার আগে ‘ইয়া’ কিংবা ‘উ’ এরকম কোন বাজে আওয়াজ কোনো কিছুই নেই। অহেতুক কোনো কিছুই নেই। আমি নতুন মেয়ে ফারজানা রিক্তাকে নায়িকা হিসেবে নিয়ে তাকে দিয়েই কাজ করিয়েছি। এমন আরও অনেকেই আছেন আমার প্রথম চলচ্চিত্রে যারা একেবারেই নতুন।’
বাপ্পারাজের ‘কার্তুজ’-ছবিটিতে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, চাষী নজরুল ইসলাম, শিরীন বকুল, নিপূন, সম্রাট, ফারজানা রিক্তা, শিরীন আলম, শিমুল খান, সোহান খান প্রমুখ। ছবির মূল গল্প লিখেছেন বাপ্পারাজ। সংলাপ এবং চিত্রনাট্য রচনা করেছেন ছটকু আহমেদ। ছবিটিতে সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। ‘কার্তুজ’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে রাজলক্ষ্মী প্রোডাকশন।