দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশির ভাগ সময় শোনা যায় বিমানের সঙ্গে পাখির সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু এবার বিমানের সঙ্গে ষাঁড়ের সংঘর্ষ ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ভারতে।
পাখির সঙ্গে বিমানের ধাক্কা লাগার খবর আমরা শুনেছি। কিন্তু এবার একটু ব্যতিক্রমি ঘটনা শোনা গেলো ভারতে। সেখানে ষাঁড়ের সঙ্গে ধাক্কা খেয়েছে একটি যাত্রীবাহী বিমান। এতে অবশ্য যাত্রী বা বিমান ক্রুদের কেওই আহত হননি। তবে ষাঁড়টির মৃত্যু ঘটেছে। গত বৃহস্পতিবার গুজরাট প্রদেশের সুরাত বিমানবন্দর ছেড়ে যাওয়ার সময় রানওয়েতে এই দুর্ঘটনায় পড়ে স্পাইস জেট কোম্পানির বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইটটি। দিল্লিগামী ওই বিমানটিতে সবমিলিয়ে ১৪৬ জন যাত্রী এবং ক্রু ছিল বলে বিবিসি’র খবরে বলা হয়।
ভারতের আভ্যন্তরীণ বিমান কোম্পনি স্পাইস জেট এক সংবাদ বিবৃতি জানায় যে, ‘অন্ধকার থাকার কারণে ষাঁড়টি পাইলটের নজর এড়িয়ে যায়। যে কারণে সুরাত বিমানবন্দর ছেড়ে আসার সময় রানওয়েতে ষাঁড়টির সঙ্গে বিমানের ধাক্কা লাগে। এতে বিমানের কেওই আহত হননি। তবে ওই ষাঁড়টি সঙ্গে সঙ্গেই মারা যায়। অবশ্য দুর্ঘটনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি। বিমানের সকল যাত্রীদের পরে অন্য একটি বিমানে তুলে দেওয়া হয়।’
উল্লেখ্য, এই ঘটনার পর ওই কোম্পনি সুরাত বিমানবন্দর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। তারা অভিযোগ করেছে, ‘ভারতের কয়েকটি বিমানবন্দরে পশুদের উপস্থিতি হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
This post was last modified on জুন ১৩, ২০২২ 4:21 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…