দুই নেত্রীকে হত্যার ষড়যন্ত্রকারীরা ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশী ও জেএমবির কমান্ডার সাজিদ ও জিয়াউল নামে দুই জঙ্গীকে। বাংলাদেশের দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্রকারী বলে জানিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর এসেছে।

সংবাদ মাধ্যম বলেছে, বাংলাদেশের দুই নেত্রী (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনা ও খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্রকারী হিসেবে যাদের নাম প্রকাশ করেছিলেন ভারতের গোয়েন্দারা, তাদের মধ্যে একজনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর ফলাও করে প্রকাশ করা হয়।

গ্রেফতারকৃত সাজিদের বিষয়ে তথ্য দিতে ১০ লাখ রুপি পুরস্কারের ঘোষণা করা হয়েছিল। ৪০ বছর বয়সী এই ব্যক্তি বাংলাদেশী ও জেএমবির কমান্ডার বলে ভারতের গোয়েন্দারা দাবি করেছেন। গ্রেফতারকৃত সাজিদের সঙ্গে জিয়াউল হক নামে আরেকজনকেও গ্রেফতার করেছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। তিনিও জঙ্গিদের সঙ্গে জড়িত বলে গোয়েন্দারা দাবি করেছেন।

Related Post

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, পশ্চিমবঙ্গে এই দুজনকে গ্রেফতারের পাশাপাশি পাশের আরেক রাজ্য আসামে গত শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে সাজিনা বেগম নামে ৩০ বছর বয়সী অপর এক নারীকে। গ্রেফতারকৃত সাজিনার স্বামী শাহানূর আলমের বিষয়ে তথ্য দিতে এনআইএ’র পুরস্কারের ঘোষণা রয়েছে। তার মাথার দামও ধরা হয়েছে ৫ লাখ রুপি।

সাজিদ ও জিয়াউলকে গ্রেফতারের ফলে এই তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল শনিবার বলেছেন, ‘কয়েক দিন আগে পশ্চিমবঙ্গ পুলিশ সাজিদকে গ্রেফতার করে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি।’

উল্লেখ্য, গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বাড়িতে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এতে ২ জন নিহত হওয়ার পর ভারতে তার তদন্তে নামার পর বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। যে বাড়িতে এই বিস্ফোরণ ঘটনা ঘটে, সেখান থেকে দুই নারীকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ বলে, গ্রেফতারকৃত দুই নারীই জেএমবির সঙ্গে যুক্ত এবং বাংলাদেশ হতে ভারতে পাড়ি জমিয়েছিলেন বলে ভারতের গোয়েন্দারা সে সময় থেকেই দাবি করে আসছিল। বর্ধমান বিস্ফোরণের তদন্তে নেমেই ভারতের গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যায় জঙ্গিদের একটি পরিকল্পনা জানতে পারেন।

This post was last modified on নভেম্বর ৯, ২০১৪ 9:32 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

গাজা এবং লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৪৫

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…

% দিন আগে

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে