দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুবাই, পৃথিবীর সবচেয়ে বিলাসী শহরসমূহের মাঝে একটি। বর্তমান সময়ে দুবাইয়ের সমৃদ্ধি আরো বাড়ছে। মূলত ইসলামিক সরিয়া ভিত্তিক দেশের অংশ হলেও এখানে প্রাচ্য আর পশ্চিম সংস্কৃতি মিশে হয়েছে একাকার। আজ আমরা দেখবো দুবাইয়ের ধনীরা কিভাবে বিলাসীতায় সাজিয়েছেন নিজেদের জীবন।
বিইগত ৩ দশকে দুবাই অনেক উন্নতি করেছে, এর আগে দুবাই প্রসিদ্ধ ছিলো এর মৎস্য ভান্ডারের জন্য। আজ থেকে বেশ কিছুদিন আগে দুবাই এর বেশীরভাগ মানুষ জিবিকা নির্বাহ করতেন মাছ ধরে এবং তা বাজারে বিক্রি করে। তবে এখন দিন বদলেছে। দুবাইতে ধন কুবেরের সংখ্যা নেহায়েত কম নয়। বাইরে থেকে দেখলে দুবাইকে প্রসিদ্ধ শহর মনে হলেও এখানে রয়েছেন এমন কিছু মানুষ যারা নিজের গাড়িকে মুড়িয়ে ফেলেছেন ২১ কেরটের স্বর্ণ দিয়ে, আবার কেউ নিজের গাড়িতে করে পোষা চিতা কিংবা বাঘ নিয়ে ঘুরে বেড়ান। অনেকেই আছেন নিজেদের দাঁত বাধিয়ে নিয়েছেন স্বর্ণ দিয়ে, কেউ কেউ শখের জন্য খরচ করে যাচ্ছেন বিলিয়ন ডলার। দুবাইতে পুলিশ ব্যবহার করে কোটি টাকার রেসিং কার! সম্ভবত দুবাই পৃথিবীর এক মাত্র শহর যেখানে বিশ্বের দামি গাড়ি সমূহের মেলা বসে ট্রাফিক সিগন্যালে!
নিচে আপনাদের জন্য দেয়া হচ্ছে কিছু চিত্র, যা দেখে আশা করছি আপনাদের ভালোই লাগবে।
দুবাই পুলিশের ব্যবহারের জন্য রয়েছে বিশেষ রেসিং কার!
দুবাইতে রয়েছে স্বর্ণের এটিএম বুথ!
সোনায় মোড়ানো বিলাসবহুল গাড়ি।
এমন সব স্বর্ণের দোকান যেখানে হাজার হাজার ভরী স্বর্ণ বিক্রির জন্য প্রদর্শিত হচ্ছে।
অসাধারণ সব স্থাপত্য।
নান্দনিক বাগান, যার পরিচর্যায় ব্যায় হয় কোটি টাকা।
কৃত্রিম ভাবে বানানো আলাদা পাম শহর।
নান্দনিক স্থাপত্য।
সমুদ্রের নিচে বসবাসের জন্য বিলাসবহুল বেড রুম।
স্থাপত্য শৈলী।
এখানে বাগ সিংহ পোষা হয়, এবং কুকুর বিড়ালের মতই নিজেদের সাথে নিয়ে ঘোরা যায়।
দুবাইতে দেখা যায় মেঘের উপরে অসংখ্য ভবন।
দুবাইতে দাঁত বাঁধানো হয় স্বর্ণ দিয়ে।
দুবাইতে ট্রাফিক জ্যামে দেখা যায় বিশ্বের সব দামি ব্র্যান্ডের গাড়ির মেলা!
নিজেরা ইচ্ছে মত অর্ডার দিয়ে বানায় জাগুয়ার ব্র্যান্ডের গাড়ি।
এখানে অবহেলায় পড়ে থাকতে দেখা যায় বিশ্বের কোটি টাকার দামি সব ব্র্যান্ডের গাড়ি, কারণ হয়তো নতুন মডেল কেনা হয়েছে তাই।
এখানে বানানো হয়েছে বিশাল কৃত্রিম সমুদ্র যেখানে দর্শনার্থীর ভিড় লেগেই থাকে।
This post was last modified on জুন ১৩, ২০২২ 4:09 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার চারপাশে এমন অনেকেই রয়েছে, যাদের ভাবনাও অত্যন্ত নেতিবাচক। তাদের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পছন্দের ওএলইডি টিভি কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জোভান-তটিনী অনস্ক্রিনে এবার ভালোই রসায়ন জমিয়ে তুলেছেন। তবে এবারের ঈদে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় আল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । ১৯৭১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…