দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রেমিকার জন্য প্রেমিক কিই না করতে পারে। এবার এমনই এক নজির স্থাপন করলেন এক প্রেমিক। কারাবন্দী প্রেমিকার জন্য ওই প্রেমিক এক কাণ্ড ঘটিয়ে বসলেন। প্রেমিকাকে কাছে এনে দেওয়ার দাবিতে আত্মহত্যার চেষ্টা করলেন।
প্রেমিকাকে কাছে এনে দেওয়ার দাবিতে জেলখানার পানির ট্যাঙ্কের উপর উঠে আত্মহত্যার চেষ্টা করলেন পাকিস্তানের এক কয়েদি প্রেমিক। জানা যায়, ওই কয়েদির দাবি ছিল, তাকে প্রেমিকার সঙ্গে দেখা করতে দিতেই হবে। নচেৎ সে ওই টাংকি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে।
ওই কয়েদির প্রেমিকা আবার পাশ্বস্থ্ নারী জেলেরই এক কয়েদি। এদিন আচমকাই একটি কাপড় গলায় ঝুলিয়ে পানির ট্যাঙ্কের উপর চড়ে বসে গোলাম এবঙ প্রেমিকাকে না আনা পর্যন্ত সে নীচে আসবে না বলে গো ধরেছিল। শুরু হলো এক টানটান উত্তেজনা। প্রায় ৪ ঘণ্টা ধরে চললো এই নাটক। গোলাম মুহাম্মদ নামের ওই কয়েদিকে রুখতে অবশেষে নারী জেল হতে নিয়ে আসা হয় তার প্রেমিকাকে।
প্রেমিকাকে নিচে আনার পর শুরু হয় তাকে নীচে নামানোর পীড়াপীড়ি। এরই মাঝে প্রেমিকাকে বেঈমান বলে চিৎকার শুরু করে দেয় গোলাম। প্রেমিকাকেও তার সঙ্গে মরতে হবে বলে অবশেষে দাবি করে বসে সে।
তার সেই অযাচিত দাবি না মানার পরই ট্যাঙ্ক থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে ওই বন্দি গোলাম। তবে উদ্ধারকারী দল তা আর হতে দেয়নি। ক্রেনের সাহায্যে নামিয়ে আনা হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।
This post was last modified on জুন ১৩, ২০২২ 4:02 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…