দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ডিসেম্বরের ১৯ তারিখে মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘একাত্তরের মা জননী’। ছবিটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ।
খ্যাতিসম্পন্ন রাইটার আনিসুল হকের ‘জননী সাহসিনী ১৯৭১’ অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবিটি। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেত্রী চিত্রনায়িকা নিপুন। এই ছবিটিতে তাকে দেখা যাবে তিন রূপে।
২০১২ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত ‘একাত্তরের মা জননী’ ছবির প্রেক্ষাপট হলো, মূলত মুক্তিযুদ্ধের আগের, মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের পরবর্তী ঘটনাবলি নিয়ে। ছবিটির শুটিং শুরু হয় ২০১৩ সালের ১৬ অগাস্ট।
ছবিটির পরিচালক শাহ আলম কিরণ বলেছেন, ‘ছবির শ্যুটিং, ডাবিং, এমনকি এডিটিংও শেষ। এখন শুধু ফাইনাল কাটের কাজ চলছে। এর পরপরই সেন্সর বোর্ডে ছবিটি জমা দেওয়া হবে।’
শাহ আলম কিরণ আরও বলেন, ‘ছবিটি বিজয় দিবসের দিন মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু শুক্রবার হবার কারণে ১৯ ডিসেম্বরই ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করছি কথা রাখতে পারবো।’
‘একাত্তরের মা জননী’ ছবিতে নিপুণ ও আগুন ছাড়াও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, ম. ম. মোর্শেদ, গুলশান আরা, রাকিব, মিশু, আবদুল হালিম আজিজ, স্বরণ, মোরশেদ আলম, এলিনা পারভেজ, লিখন, মাহবুব, রিমা, ঈষিতা পায়েল, সোমা ফেরদৌস, মিমা জামান তিথি, পৃথু, সারোয়ার আলম সৈকত, জুয়েল, এবং সাজু মেহেদী, মনিকা, সুমাইয়া, সোহানসহ বেশ কয়েকজন শিশুশিল্পী।
পরিচালক শাহ আলম কিরণ মনে করেন, ‘এবারের ডিসেম্বরে মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিটি ব্যবসা করবে। আমি আশাবাদি দর্শকদের মন জয় করতে সমর্থ হবে ‘একাত্তরের মা জননী’।’
This post was last modified on নভেম্বর ১৬, ২০১৪ 10:55 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…