দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় এবং বিখ্যাত প্রাণী বিজ্ঞানী ডঃ স্টিব আরউইন মারা গেছেন সমুদ্রে বিষাক্ত মাছের কাঁটার আঘাতে। তবে তার দুই সন্তান এখন বাবার পদ অনুসরণ করতে যাচ্ছে। আরউইনের চেয়ে সম্প্রতি কুমির নিয়ে বিশেষ পারদর্শিতা দেখিয়ে আলোচনার ঝড় তুলেছে।
বাবা যখন মারা যায় তখন আরউইনের ছেলের বয়স মাত্র ৩ বছর ছিলো। তবে এখন সে কিছুটা পরিণত এবং সম্প্রতি কিছু ক্ষুধারথ কুমিরকে খাবার দেয়া এবং তাদের নিয়ে খেলা দেখাতে যেয়ে দারুণ পারদর্শিতা দেখিয়েছে রবার্ট।
বাবার মৃত্যু প্রাণী রক্ষা এবং প্রাণীদের নিয়ে কাজ করতে গিয়ে হলেও রবার্ট নিজেও বাবার পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছে। বাবা মারা গেছে ৭ বছর হয়ে গেছে রবার্ট এখন ১০ বছরের শিশু। তবে সে এখনই দুর্দান্ত কুমির কিংবা ভয়ংকর প্রাণীদের নিয়ে কাজ করতে। তার মাঝে এসব প্রাণী নিয়ে কোন ভয় নেই।
রবার্ট যে অনুষ্ঠানে আসে এবং সেখানে কুমির কিংবা অন্য প্রাণী নিয়ে কসরত দেখায় এই অনুষ্ঠান মূলত প্রকৃতিতে খারাপ অবস্থায় আছে এমন সব প্রাণীদের নিয়ে আলাদা করে একটি অর্থ সংগ্রহের অনুষ্ঠান। এখান থেকে সকল অর্থ দেয়া হবে প্রাণীদের উপকারে ব্যায় হয় এমন প্রতিষ্ঠানদের।
তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন আরউইনের পরিবার এবং রবার্ট কেমন সাচ্ছন্দ দেখায় মৃত বাবার প্রিয় এসব প্রাণীদের সাথে সেই দিকেই। নিচের ছবিতে দেখুন বিস্তারিত চিত্র-
This post was last modified on নভেম্বর ১৭, ২০১৪ 10:56 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…