দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রযুক্তি অনেক দুর এগিয়ে গেছে। এবার মাইক্রোসফট তাদের সিলিকন ভ্যালির অফিস দেখভালের জন্য নিয়োগ দিয়েছে ৫ রোবট। এদের রয়েছে শক্তিশালী সেন্সর এবং গোলা বারুদ। নিরাপত্তা রক্ষীর মতই এরা যেকোনো ব্যবস্থা নিতে সক্ষম।
মাইক্রোসফটের অফিস পাহাড়া দেয়ার দায়িত্বে থাকা এই ৫ রোবট বানিয়েছে Knightscope নামের হাই ট্যাক কোম্পানি। এই রোবটের নাম দেয়া হয়েছে কে-৫ এরা আধুনিক সব গোলা বারুদের সমন্বয়ে বিশেষ শক্তিশালী। এদের রয়েছে বেশ কিছু সেন্সর এছাড়া ৫ থেকে ৬ টি ক্যামেরা। সামনে পেছনে ৩৬০ ডিগ্রী এঙ্গেলে এরা কাজ করতে সক্ষম। সন্দেহভাজন এবং সন্ত্রাসী আক্রমণ মোকাবেলায় এরা পারদর্শী।
এছাড়া এসব রোবট মাইক্রোসফট অফিসের বাইরে যদি কেও জটলা করে কিংবা গাড়ি পারকিংয়ে নিয়ম না মানে তাদের কাছে তাৎক্ষণিক যেয়ে সঠিক অবস্থানে গাড়ি পার্ক করতে আহ্বান জানায় এবং অপ্রয়োজনীয় কোনও স্থানে দাড়িয়ে থাকতে বাঁধা দেয়।
উচ্চতায় এসব রোবট ৫ ফুট এবং এরা চতুর্দিকে বুদ্ধিমত্তার সাথেই চলাফেরা করতে পারে। নিচের সেম্পল ভিডিওটি দেখুন-
http://youtu.be/IuPABe3hG80