দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক দিন পর একটি ভালো খবর আর তা হলো দুর্ঘটনা এড়াতে ওভারপাস হবে ১৪শ’ রেলক্রসিংয়ে। কারণ রেলক্রসিংগুলোতে মাঝে-মধ্যেই দুর্ঘটনা ঘটে থাকে। এতে বহু মানুষ হতাহত হন।
বারংবার ঘটে যাওয়া দুর্ঘটনা এড়াতে রেলপথ মন্ত্রণালয় দেশের ১৪শ’ রেলক্রসিংয়ে ওভারপাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর ওই কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, দেশে সব মিলিয়ে আড়াই হাজারের মতো রেলক্রসিং রয়েছে। এরমধ্যে ১৪শ’ রেলক্রসিংয়ে ওভারপাস তৈরি করা হবে।
তিনি আরও জানান, ‘এরমধ্যে রেল বিভাগের আওতায় ১৪শ’র মতো ক্রসিং আর অবশিষ্টগুলো সড়ক কিংবা স্থানীয় সরকার বিভাগের অধীনে। রেলপথ মন্ত্রণালয় তাদের ক্রসিংগুলোতে দুর্ঘটনা এড়াতে ওভারপাস তৈরি করবে। এসব ক্রসিংয়ে ওভারপাসের ওপর দিয়ে সড়ক বিভাগের যানবাহন চলবে। আর রেল চলাচল করবে নিচে দিয়ে।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়গুলোতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রেলক্রসিংয়ে গাড়ির সঙ্গে ট্রেনের ধাক্কায় বহু মানুষ হতাহত হয়েছেন। গত ১ অগাস্ট ঝিনাইদহের কালীগঞ্জে একটি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বরযাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারান ১১ জন। ওই ঘটনায় আহত হয়েছিলেন অর্ধশতাধিকের অধীক মানুষ।
This post was last modified on নভেম্বর ২১, ২০১৪ 10:21 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২০ পৌষ ১৪৩১…