দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সন্তান হত্যার প্রতিশোধ নিতে এক মা ২৫ তালেবানকে হত্যা করেছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে ঘটেছে এই ঘটনা।
মায়ের কাছে তার সন্তান কতোটা প্রিয় তা একমাত্র মায়ই জানেন। নিজের পেটে যে সন্তানকে অনেক কষ্টে লালন করেন। আবার জন্মদানের পরও সেই সন্তানকে আগলে রাখেন নিজের সব কিছুর বিনিময়ে। আর সেজন্যই বলা হয় ‘মা’ পৃথিবীতে সবচেয়ে প্রিয় একটি শব্দ এবং জিনিস। সেই মা সন্তানের কোন অবহেলা বা সন্তানের কোনো ক্ষতি মেনে নিতে পারেন না। আফগান মা’ও তা পারেননি। নিজ সন্তানকে হত্যার প্রতিশোধ নিতে তিনি তাইতো মরিয়া হয়ে ও্ঠেন।
নিজ ছেলে হত্যার প্রতিশোধ নিতে ওই আফগান মা দেশটির পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে একে একে ২৫ তালেবান সন্ত্রাসীকে হত্যা করেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে।
রেজা গুল নামে পরিচিত ওই মা’য়ের ছেলেকে তালেবান সন্ত্রাসীরা ফারাহ প্রদেশের একটি গ্রামে হত্যা করে। তার ছেলে ওই গ্রামেই মোতায়েন পুলিশ বাহিনীর একটি ছোট দলকে নেতৃত্ব দিচ্ছিলেন।
সন্তান হ্ত্যার প্রতিশোধ নিতে মা রেজা গুল সম্প্রতি এক বন্দুকযুদ্ধে ২৫ তালেবানকে হত্যা করেন। ওই বন্দুকযুদ্ধে আফগান মাকে সহযোগিতা করেন তার এক মেয়ে এবং নিহত ছেলের স্ত্রী।
উল্লেখ্য, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশ সবচেয়ে অস্থিতিশীল ও নিরাপত্তাহীন অঞ্চল হিসেবে পরিচিত। তালেবান সন্ত্রাসীরা প্রায়ই প্রদেশটির বিভিন্ন সরকারী স্থাপনায় হামলা চালায়।
This post was last modified on নভেম্বর ২৮, ২০১৪ 11:18 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…