দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ডাকঘরে এটিএম সেবা চালুর খবর পাওয়া গেছে। যদিও এটি ভারতের ঘটনা তবে আমাদের দেশেও এটি হতে পারে। কারণ আধুনিকতার কারণে দেশের ডাকঘরগুলো বন্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।
এবার ভারতে এটিএম সেবা বৃদ্ধির অংশ হিসেবে ডাকঘরে এই সেবা প্রদানের সুযোগ তৈরি করেছে। এটি আমাদের দেশের জন্য হতে পারে। কারণ আমাদের দেশের ডাকঘরগুলো এমনিতেই অচলাবস্থায় এসে পৌঁছেছে। আধুনিকতার কারণে এমন অচলাবস্থা। মোবাইলের যুগ আসায় এখন আর মানুষ চিঠিপত্র আদান-প্রদান করেন না। একমাত্র সরকারি কোনো কাজ ছাড়া ডাকঘরে চিঠি দেখা যায় না। কারণ গ্রাম-গঞ্জ অবধি পৌঁছে গেছে মোবাইল নেটওয়ার্ক। আর বিকাশসহ প্রাইভেট কিছু অর্থ প্রদানকারী প্রতিষ্ঠান থাকার কারণে এখন আর মানি-অর্ডারে কেও টাকা পাঠান না। কারণ মানি-অর্ডারে পাঠানো টাকা পৌঁছাতে সময় লাগে ৪/৫ দিনের বেশি। অথচ বিকালে তাৎক্ষণিক টাকা পাঠানো যায়।
ভারতে ডাকঘরে এমন এটিএম সার্ভিস চালু করা হয়েছে। সেখানে প্রয়োজনে টাকা তোলা যাবে। অনেকটা এটিএম কাউন্টারের কাজ করবে এই পোস্ট অফিস। সংবাদ মাধ্যম বলেছে, আগামী জানুয়ারি মাস হতে পরীক্ষামূলকভাবে হায়দরাবাদ শহরের প্রায় ৩শ’টি কম্পিউটার চালিত ডাকঘরে এই সেবা চালু হচ্ছে। খবর ইন্ডিয়া টাইমসের।
ওই খবরে বলা হয়েছে, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এটিএম বুথ থাকলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ এই সেবা থেকে বঞ্চিত হন। এর ফলে ব্যাংক খোলা থাকার নির্ধারিত সময়টুকু ছাড়া নগদ টাকা তোলার সুবিধা হতে বঞ্চিত হন গ্রামের মানুষ। এই সমস্যার সমাধানে শহর এবং গ্রামের সর্বত্র ডাকঘরের মাধ্যমে ২৪ ঘণ্টা এটিএম পরিষেবা দিতে চলেছে সেখানকার প্রশাসন।
আমাদের দেশের পোস্ট অফিসগুলোকে সচল করতে এমন পরিষেবা চালু করা যেতে পারে। যেহেতু আমাদের দেশের ডাকঘরগুলো এখন অলস দিন পার করছে। তাই এমন সেবা চালুর মাধ্যমে এই প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখা যেতে পারে।
This post was last modified on নভেম্বর ৩০, ২০১৪ 1:59 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…