দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘূর্ণিঝড় হাগুপিট ফিলিপিন্সে আঘাত হেনেছে। এই ঘূর্ণিঝড়ের আঘাতে বহু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ফিলিপিন্সের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে আঘাত হানে বছরের সবচেয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড় হাগুপিট।
ফিলিপিন্সের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে গতকাল আঘাত হেনেছে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হাগুপিট। যে কারণে উপকূলীয় শহরগুলো গাছপালা উপড়ে গেছে এবং বৈদ্যুতিক সংযোগ ছিন্নভিন্ন হয়ে সমুদ্রের শক্তিশালী ঢেউয়ে ব্যাপক হুমকির মুখে পড়েছে জনগণ। এই ঝড়ের তাণ্ডবে পড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সরে যাচ্ছেন এসব এলাকার শত শত বাসিন্দা। জলোচ্ছাসে নীচু এলাকাগুলো তলিয়ে গেছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড় হাগুপিটের আঘাতে ফিলিপিন্সের টাকলোবান নামক শহরে বেশকিছু ভবনের ছাদ পর্যন্ত উড়ে গেছে।
ওইসব বাড়িঘরে বসবাসকারীরা মোমবাতি জ্বালিয়ে স্থানীয় স্কুল, গীর্জা এবং খেলাধুলার কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় হাগুপিট আঘাত হানার পরও আরও শক্তিশালী হয়ে পূর্ব এবং উত্তরাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে জানাচ্ছে স্থানীয় আবহাওয়া অফিস। উপকূলীয় শহরের রাস্তাগুলো পরিষ্কার রাখতে ও সম্ভাব্য লুটতরাজ ঠেকাতে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত বছর ঘূর্ণিঝড় হাইয়ানের ভয়াবহতার মতো এবারও একই আশংকা করা হচ্ছে। ২০১৩ সালে ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ফিলিপিন্সে ৭ হাজারেরও বেশি মানুষ প্রাণ দিয়েছিল।
This post was last modified on ডিসেম্বর ৮, ২০১৪ 10:46 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটর বাংলালিংক গতকাল (শনিবার) ঢাকা, চট্টগ্রাম,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…