দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক অমানবিক হত্যাযজ্ঞ চালিয়েছিল তালেবানরা সেদিন পাকিস্তানের পেশোয়ারের স্কুলে। পাকিস্তানের স্কুলে হত্যাযজ্ঞ চালানো সেই ৬ তালেবানের ছবি প্রকাশ করা হয়েছে।
পাকিস্তানে পেশোয়ারের স্কুলে তালেবানদের চালানো গণহত্যাকে এক কথায় বলা যায়, মানব ইতিহাসকে কলঙ্কিত এক অধ্যায়। এই কলঙ্কের জন্মদাতা হলো তালেবানের ৭ সদস্য। এদেরমধ্যে ৬ জনকে চিহ্নিত করা হয়েছে।
গতকাল বুধবার পাকিস্তান জুড়ে যখন চলছিল শোকের মাতম, ঠিক তখন জঙ্গিগোষ্ঠী তালেবানের মুখপাত্র মুহাম্মদ খুরাসানি ইমেইলে প্রকাশ করেছে হামলায় অংশ নেওয়া ৬ জঙ্গির ছবি। খুরাসানির বর্ণনামতে, হামলার কিছু সময় আগে একসঙ্গে ৬ জঙ্গির দলবদ্ধ ছবি তোলা হয়।
এরাই সেই ১৩২ শিশুসহ ১৪১ তাজা প্রাণের হত্যাকারী। গত মঙ্গলবার এরাই পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ঢুকে ক্লাস হতে ক্লাসে গিয়ে ইতিহাসের এক বর্বর হত্যাযজ্ঞ চালায়। এরাই সেই জঙ্গি, যারা পুড়িয়ে মারে স্কুল-অধ্যক্ষকে।
তালেবানদের মুখপাত্র জঙ্গিদের ছবি প্রকাশ করলেও তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি। শুধু বলেছে, আরও বড় বড় হামলা চালানো হবে। সামরিক বাহিনী হতে সাধারণ পাকিস্তানিদের দূরে থাকতে বলেছে ওই মুখপাত্র। তালেবানের মুখপাত্র মুহাম্মদ খুরাসানি বলেছেন, ‘তালেবান সদস্যদের মারার প্রতিশোধ নিতেই তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে।’
খুরাসানি ছবির বর্ণনায় বলেছেন, হামলার আগে তাদের ৬ সদস্য প্রথমে একটি কক্ষে এবং পরে বাইরে ছবি তোলে। প্রথমবার সাধারণ পাকিস্তানির মতোই পোশাক পরা ছিল তাদের গায়ে। দ্বিতীয়বার অর্থাৎ ওই হত্যাযজ্ঞ চালানোর সময় তাদের গায়ে ছিল সেনাবাহিনীর পোশাক। সেনাবাহিনীর পোশাক পরেই তারা স্কুলে ঢুকে হত্যাকাণ্ড চালায়।
এদিকে পাকিস্তানের পেশোয়ারে নিহতদের পরিবার-পরিজনদের মধ্যে এখনও শোকের মাতম কাটেনি। পুরো পাকিস্তান জুড়ে শোকের ছায়া নেমে রয়েছে। আজও চলছে ৩ দিন ব্যাপি ডাকা রাষ্ট্রীয় শোক।