দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন এখন দেশের বাজারে। বাংলাদেশের বাজারে আনছে শীর্ষস্থানীয় মোবাইল ফোন হ্যান্ডসেট বাজারজাতকারী প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স।
বাংলাদেশের বাজারে এসেছে অত্যন্ত সহজলভ্য দামে গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান সিরিজের স্মার্টফোন। এই হ্যান্ডসেটটি বাংলাদেশের বাজারে আনছে শীর্ষস্থানীয় মোবাইল ফোন হ্যান্ডসেট বাজারজাতকারী প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স। নতুন এই স্মার্টফোনটির মডেল হলো ‘মাইক্রোম্যাক্স ক্যানভাস এ১’। টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগলের সঙ্গে অংশীদারির মাধ্যমে ১৮ ডিসেম্বর বাংলাদেশের বাজারে নতুন এই স্মার্টফোনটি উন্মুক্ত করেছে মাইক্রোম্যাক্স।
মাইক্রোম্যাক্স বলেছে, ব্যবহারকারীদের উচ্চ মানসম্পন্ন মোবাইল ফোন সেট ব্যবহারের দুর্দান্ত এক অভিজ্ঞতা দেবে ক্যানভাস এ১। এই সেটটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম। এতে গুগলের নিউ ম্যাটেরিয়াল ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা এবং অত্যাধুনিক নোটিফিকেশন সুবিধাসহ নানা আপডেট পাওয়া যাবে। এই সেট কেনার পর ব্যবহারকারীরা গুগল হতে সরাসরি দুই বছর আপডেট পাওয়ার নিশ্চয়তাও পাবেন বলে জানিয়েছে মাইক্রোম্যাক্স।
সুযোগ-সুবিধার মধ্যে স্মার্টফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র্যাম, ডুয়েল সিম সুবিধা, রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা, এফএম রেডিও, মেমোরি কার্ড স্লট ইত্যাদি সুবিধা।
মাইক্রোম্যাক্সের ইন্টারন্যাশনাল বিজনেস হেড মি. অমিত মাথুর বলেছেন, ‘গ্রাহকরা এখন অধিকতর এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ও নিয়মিতভাবে বিভিন্ন আপডেট পাওয়া যায় এমন স্মার্টফোন ব্যবহারের অপেক্ষায় থাকেন। সেজন্য গুগলের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের বাজারে ক্যানভাস এ১ হ্যান্ডসেট বাংলাদেশের বাজারে আনা হয়েছে। এই সেট ব্যবহারকারীদের জন্য পরবর্তী দুই বছর গুগল হতে সরাসরি সব আপডেট পাওয়ার নিশ্চয়তাও রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গ্রাহকদের জন্য ক্যানভাস এ১ হলো একটি উচ্চ মানসম্পন্ন স্মার্টফোন। এতে হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটিসহ বিভিন্ন সলিউশন্স রয়েছে।’
গুগলের প্রডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট কেইসার সেন গুপ্তা বলেছেন, ‘মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্সের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশসহ উদীয়মান বাজারগুলোতে সাশ্রয়ী দামে উচ্চ মানসম্পন্ন এবং প্রচুর প্রোগ্রাম সম্বলিত হ্যান্ডসেট বাজারজাত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা মাইক্রোম্যাক্স ইনফরমেটিকসের সঙ্গে একযোগে কাজ করে আরও শতকোটি মানুষের নিকট মোবাইল ফোন সেট পৌঁছে দিতে চাই।’
উল্লেখ্য, বাংলাদেশের বাজারে নতুন এই হ্যান্ডসেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯,৯৯৯ টাকা। ১৯ ডিসেম্বর হতে সারাদেশে শীর্ষস্থানীয় সব খুচরা দোকানে এই সেট পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.micromaxinfo.com