সমুদ্রে ঝাঁপ দিলেন একই পরিবারের সবাই!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সমুদ্রে ঝাঁপ দিলেন একই পরিবারের সবাই! ঘটনাটি ঘটিয়েছেন ভারতের পন্ডিচেরিতে বিখ্যাত অরবিন্দ আশ্রম হতে প্রত্যাখ্যাত হওয়া একটি পরিবারের সদস্যরা।

সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারতের পন্ডিচেরিতে বিখ্যাত অরবিন্দ আশ্রম হতে প্রত্যাখ্যাত হয় একটি পরিবার। আর আশ্রম হতে উৎখাত হওয়ার পর ওই পরিবারের সদস্যরা সকলে মিলে সমুদ্রে ঝাঁপ দেন। এসময় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার ঘটে যা্ওয়া ওই ঘটনার পর ৫ বোন এবং বাবা-মার ওই পরিবারটির ৪ জন সদস্যকে সমুদ্র হতে উদ্ধার করা হয়। তারা বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ খবর দিযেছে বিবিসি বাংলা।

সংবাদ মাধ্যমটি বলেছে, এই পরিবারটি নাকি বেশ কিছুদিন ধরেই হুমকি দিয়ে আসছিল যে, আশ্রম হতে তাদের তাড়িয়ে দেওয়া হলে, তারা সবাই মিলে আত্মহত্যার পথই বেছে নেবেন।

প্রসঙ্গক্রমে উল্রেখ্য যে, পন্ডিচেরির অরবিন্দ আশ্রমকে ভারতে আধ্যাত্মিক চর্চার একটি অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ধরা হয়ে থাকে। ওই আশ্রমের আবাসিক এলাকায় বহু ভক্তই স্থায়ীভাবে এবং সপরিবারে বসবাস করে থাকেন।

পন্ডিচেরির সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা ওই পরিবারটি বিহারের বাসিন্দা। কিন্তু বহু বছর ধরেই তারা থাকতেন ওই আশ্রমের ভেতরেই।

জানা যায়, ওই পরিবারের ৫ মেয়ের আচার-আচরণ নিয়ে আশ্রম কর্তৃপক্ষ বিভিন্ন সময় নানা আপত্তি তোলেন। তাই তাদের আশ্রমের ভেতরে থাকবার অধিকার আছে কি-না সেই প্রশ্নে গত ১০/১৫ বছর ধরেই অরবিন্দ আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে তাদের আইনি লড়াই চলে আসছিল।

অবশেষে ডিসেম্বরের ৯ তারিখে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে, ৭ দিনের মধ্যে ওই পরিবারটিকে আশ্রম ছেড়ে চলে যেতে হবে। ওই ৫ বোন অবশ্য ক্ষতিপূরণের দাবি হতে সরে যেতে রাজি হননি। গত সপ্তাহে ওদের সবচেয়ে ছোট বোন সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘তাদের সবার খাদ্য-আশ্রয়-চিকিৎসা-বাসস্থানের দায়িত্ব নিয়ে আশ্রমের ট্রাস্টিদের লিখিত হলফনামা দিতে হবে।’

জানা যায়, এই ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে এখনও মামলা চলছে। তার নিষ্পত্তি হওয়ার আগেই তারা কিছুতেই নিজেদের প্রাপ্য অধিকার ছেড়ে দেবেন না বলেও জানান তারা।

তাদের জোর করে উৎখাত করা হলে সবাই মিলে আত্মহত্যা করবেন- এমন হুমকিও দিয়েছিল ওই বোনেরা। অরবিন্দ আশ্রম কর্তৃপক্ষ অবশ্য তাতে কর্ণপাত করেননি। গত বুধবার নারী পুলিশ বাহিনীকে ডেকে তারা তাদের আশ্রম হতে তাদের বের করে দেন। এরপরই বৃহস্পতিবার সকালে ওই ৫ বোন এবং তাদের বাবা-মা সবাই মিলে একসঙ্গে সমুদ্রে ঝাঁপ দেন বলে ধারণা করা হচ্ছে।

This post was last modified on জানুয়ারী ২০, ২০২২ 2:10 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

গাজা এবং লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৪৫

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…

% দিন আগে

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে