দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আগুন, হামলা, পাল্টা হামলা, পুলিশের গুলি, জলকামান, লাঠিচার্জের ঘটনা ঘটেছে। পুরো বকশীবাজার এলাকা রণক্ষেত্র পরিণত হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে আজ বুধবার দুপুরে বকশিবাজার এলাকায় ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি এবং টিয়ার শেল নিক্ষেপ করে। লাঠিপেটা করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এমন এক পরিস্থিতির মধ্যেই বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি আদালত প্রাঙ্গনে ঢুকে পড়ে। তিনি আদালতে হাজিরাও দেন।
অপরদিকে বাইরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিএনপি’র কর্মীরা। ঢাকা মেডিকেলের সামনে একটি কালো মাইক্রোবাসেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ সময় বিক্ষোভ ছড়িয়ে পড়ে পলাশী মোড়, নাজিম উদ্দিন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, চান খাঁর পুল মোড়সহ আশপাশের এলাকায়। এদিকে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ ছাত্রদল কর্মীরা আশেপাশের বিভিন্ন ভবনে ঢুকে পড়ে। সেখান হতে পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়তে থাকে তারা। এই ঘটনায় পুলিশসহ প্রায় ৫০ জন আহত হন। তাদের ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই সব এলাকা এখনও স্বাভাবিক হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চালাচ্ছে। ছবি: বাংলাদেশ নিউজ২৪ এর সৌজন্যে।
This post was last modified on ডিসেম্বর ২৪, ২০১৪ 2:30 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাঁটা কিংবা দৌড়ানোর জুতো কেমন হওয়া উচিত? সেটি হয়তো অনেকের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফটো ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফটের খ্যাতি রয়েছে সর্বত্র। বহু আগে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসের ভিতর থাকা মহিলা কন্ডাক্টরের সঙ্গে কথা বলছেন ঝুলে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪৩১…